আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সাথে এডিসির দুটি শুন্য আসন এবং ভিলেজ কমিটির নির্বাচন করার দাবি জানানো তিপ্রা মথা দল। বৃহস্পতিবার সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশনারের নিকট দেখা করে স্মারকলিপি প্রদান করে দল ।বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল। সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সাথে এডিসির দুটি শুন্য আসন এবং ভিলেজ কমিটির নির্বাচনের দাবি জানাল তিপ্রা মথা দল ।সম্প্রতি বিডিও কনফারেন্স এর মাধ্যমে দলের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার দলীয় সভাপতি বিজয় কুমার রাঙ্খলের নেতৃত্বে ৩ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করে।প্রায় দেড় ঘন্টার উপর এই বৈঠক চলে ।বৈঠকে তিপ্রা মথা দলের পক্ষ থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সাথে এডিসির দুটি শুন্য আসন এবং ভিলেজ কমিটির নির্বাচন করার দাবি জানানো হয় ।সংশ্লিষ্ট বিষয়ে একটি স্মারকলিপিও রাজ্য নির্বাচন কমিশনারের নিকট প্রদান করা হয় ।বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে তিপ্রা মথা দলের সভাপতি বিজয় কুমার রাংখল এই সংবাদ জানান ।তিনি জানান দীর্ঘদিন যাবত ভিলেজ কমিটির নির্বাচন না হওয়ায় গ্রামগুলিতে উন্নয়নমূলক কাজকর্ম ব্যাহত হচ্ছে। তাই অতিসত্বর এই নির্বাচন করার দাবি জানানো হয়েছে বলে জানান তিপ্রা মথা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল।সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি জানান, তিপ্রা মথাও বর্তমান রাজ্য সরকারের একটি অংশ। কিন্তু সরকার নেতিবাচক পথে হাঁটলে বিজেপি দলের সাথে মথার অবস্থান নিয়ে বিবেচনা করতে বাধ্য হবে তিপ্রা মথি দল ।তিনি আরো জানান ,রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে দল সেই অপেক্ষায় রয়েছে ।তিনি আরো জানান ,দল যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।এদিন সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথার CWC সদস্য তথা প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং প্রাক্তন বিধায়ক তথা CWC সদস্য রাজেশ্বর দেববর্মা উপস্থিত ছিলেন।