Monday, October 14, 2024
বাড়িখবররাজ্যঅম্বুবাচীতে সিঁদুর খেলায় মাতলেন মায়েরা

অম্বুবাচীতে সিঁদুর খেলায় মাতলেন মায়েরা

শনিবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মের অতি প্রাচীন পার্বণ অম্বুবাচী। অম্বুবাচী উপলক্ষে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে শুরু হয়েছে মহিলাদের সিঁদুর খেলা ।স্বামী, সন্তান ,পরিবার ও সকলের মঙ্গল কামনায় অম্বুবাচী উপলক্ষে সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা গেল মহিলাদের। হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ প্রাচীন বাৎসরিক উৎসব অম্বুবাচী ।হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলা হয় ।কথিত রয়েছে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী। অম্বুবাচী উপলক্ষে মূল ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কামাখ্যা মন্দিরে ।এছাড়াও বিভিন্ন দেবালয়ে অম্বুবাচী উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের প্রচলন রয়েছে। প্রতি বছরের মত এবারও অম্বুবাচী উপলক্ষে রাজধানীর লক্ষীনারায়ণ বাড়ি মন্দিরে চলছে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। এদিন মন্দিরের এক পূজারী অম্বুবাচীর মহত্ব বিশ্লেষণ করে জানান ,এই সময়ে ঋতুমতি হন ধরিত্রী ।এর ফলে পৃথিবী থাকে রসালো । অম্বুবাচীর সাধারণ নিয়ম কানুন গুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তিনি জানান ,এই সময়ে মাটিতে জোড়পূর্বক কোনো কাজ করা হয় না ।বিধবারা মাটিতে পা রাখেন না ।সধবারা স্বামীর দীর্ঘায়ু কামনায় বিশেষ পুজো পাঠ করেন । অম্বুবাচী উপলক্ষে শনিবার রাজধানীর লক্ষ্মী নারায়ন বারি মন্দিরে মহিলা ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয় ।মহিলারা মন্দিরে পুজো দিয়ে একে অপরের সাথে সিঁদুর খেলায় মেতে উঠেন। এই সিঁদুর খেলা প্রসঙ্গে এক মহিলা জানান, মূল অম্বুবাচীর অনুষ্ঠান হচ্ছে কামাখ্যা মন্দিরে ।কিন্তু সেখানে যেতে না পারায় পূজোর দিতে তিনি লক্ষীনারায়ণ বাড়ির মন্দিরে এসেছেন ।পুজো পাঠের পর স্বামীর দীর্ঘায়ু এবং সন্তানদের মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতে উঠেছেন বলে জানান তিনি। উল্লেখ্য, হিন্দু ধর্মের অতি প্রাচীন পার্বণ হল অম্বুবাচী। এই পার্বণ ঘিরে অসমের কামাক্ষ্যা মন্দিরে বিশাল মেলার আয়োজন হয়। এই মেলায় সাধু সন্ন্যাসী ও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে। যদিও অম্বুবাচী এক নাম নয়, স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত।কোথাও অমাবতী বলা হয়ে থাকে এই উৎসবকে। কোথাও আবার রজঃ উৎসব নামে পরিচিত অম্বুবাচী উৎসব । আগামী মঙ্গলবার সন্ধ্যা রাত পর্যন্ত চলবে এই অম্বুবাচী উৎসব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য