নতুন কমিটি গঠন এবং দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শনিবার বৈঠক করলো তিপ্রা ইঞ্জিনিয়ার্স সোসাইটি ত্রিপুরা। আগরতলা প্রেস ক্লাবে এই সোসাইটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৪-২৫ অর্থ বর্ষের কলারশিপ প্রদানে ছাত্র-ছাত্রীদের নির্বাচন সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সদ্য পাস আউট ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ।সবশেষে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয় ।এদিন তিপ্রা ইঞ্জিনিয়ার্স সোসাইটি ত্রিপুরা’র সাধারণ সম্পাদক জীবন দেববর্মা এই সংবাদ জানান ।তিনি জানান ,২০২২ সাল থেকে তারা প্রতিবছর ১০ জন করে দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের নির্বাচন করে স্কলারশিপ প্রদান করে চলছেন ।২০২৪-২৫ অর্থ বর্ষের জন্যও নির্বাচিত ১০ জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হবে ।এর জন্য সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের ৭ জুলাই এর মধ্যে সংগঠনের কাছে আবেদনপত্র জমা দিতে হবে বলে জানান তিনি।