রাজ্যের চাকরির বাজারে যেখানে রাজ্যের বেকার যুবক-যুবতীরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন সেখানে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রতিনিয়তই তাদের জন্য কর্মসংস্থান নিয়ে হাজির হয়েছে। বুধবার পুনরায় রাজধানীর শ্রমভবনে দেখা গেল তারই চিত্র, ভারত সরকারের ন্যাশনাল সার্ভিস প্রকল্পাধীন রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো রিক্রুটমেন্ট ড্রাইভ। আজকের এই ড্রাইভে তিনটি সংস্থা তথা বাজার কলকাতা, সত্য মাইক্রো ফাইনান্স, মাধবী এসপায়ার এই তিনটি সংস্থা অংশগ্রহণ করেছে, এই তিনটি সংস্থা মিলিয়ে সর্বমোট ২০০ টি ভেকেন্সি রয়েছে বেকার যুবক-যুবতীদের জন্য। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংস্থার এক কর্মকর্তা জানান এমসিএস প্রকল্পের অধীন বছরে বহুবার এই ড্রাইভ অনুষ্ঠিত হয় রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রথম ড্রাইভ অনুষ্ঠিত হয়েছে যেখানে বেকারদের জন্য তিনটি সংস্থা মিলিয়ে প্রায় ২০০ টি ভ্যাকেন্সি রয়েছে এবং আগামী একুশে জুন আরও একটি জব পেয়ার অনুষ্ঠিত হবে সেখানে প্রায় ৬,৭টি সংস্থা অংশগ্রহণ করবে সুতরাং বেকারদের জন্য ভ্যাকেন্সিও থাকবে ব্যাপক তাই বেকার যুবক-যুবতীদের সেই জব ফেয়ারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। এদিনের রিক্রুটমেন্ট ড্রাইভে বেকার যুবক-যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।