রবিবার আগরতলার গীতাঞ্জলি রেস্ট হাউসে রেঞ্জার এসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এই দিনের চতুর্থ বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আই এফ এস আর কে সামল,অল ইন্ডিয়া ফরেস্ট অফিসারস ফেডারেশনের কোষাধক্ষ্য সুন্দর সিন্ধু, ত্রিপুরা ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন ভৌমিক, সাধারণ সম্পাদক জগৎ বাহাদুর দেববর্মা অন্যান্যরা। এদিনের সম্মেলনের মূল বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জানান রাজ্যের বনকে রক্ষা করতে রেঞ্জার এসোসিয়েশনের যে দায়িত্ব সেই দায়িত্ব প্রসঙ্গে অবগত করা এবং মন্ত্রী হিসাবে বন রক্ষার্থে যে চিন্তাধারা বা দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলি তাদের সামনে উত্থাপিত করা ও রাজ্যের বনজ সম্পদকে রক্ষার্থে এরা যেন আরো উদ্যোগী ও উৎসাহিত সেই বিষয়েই আজকের এই সম্মেলন বলে। এদিনের সম্মেলনে সংগঠনের কর্মীদের উপস্থিতি ছি