Wednesday, October 16, 2024
বাড়িখবরখেলাচন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাইন বুলেটস ক্লাবকে হারিয়ে প্রথম জয়...

চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাইন বুলেটস ক্লাবকে হারিয়ে প্রথম জয় অর্জন করল এগিয়ে চলো সংঘ

শ্যামসুন্দর জুয়েলারি কোম্পানি আয়োজিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেলো এগিয়ে চলো সংঘ। উদ্বোধনী ম্যাচে তারা ২-১ গোলে হারিয়ে দেয় নাইন বুলেটস ক্লাবকে। ম্যাচের সেরা ফুটবল নির্বাচিত হয়েছেন এগিয়ে চলো সংঘের সত্যম শর্মা। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই এগিয়ে চলো ভালো ফুটবল খেলতে থাকে। দলের প্রশিক্ষক সুজিত হালদার ৪-২-৪ পদ্ধতির দল সাজিয়েছিলেন আক্রমণের জন্য। ফলে প্রথমার্ধের ৮ মিনিটেই গোল পেয়ে যায় এগিয়ে চলো। দলের পক্ষে সত্যম শর্মা গোলটি করেন । প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া ডান পায়ের আউট সাইট দিয়ে যে শট নিয়েছিলেন তা বুলেটসের গোলরক্ষক অমিত জমাতিয়াকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। এগিয়ে চলো ১-০ তে এগিয়ে যায়। এরপর ম্যাচে ফেরা লড়াই শুরু করে নাইন বুলেটস। অপরদিকে এগিয়ে চলো সংঘ গোল ধরে রাখার জন্য কিছুটা গতি কমিয়ে দেয়। নাইন বুলেটস আক্রমণ করলেও গোল করতে পারেনি। প্রথমার্ধে ১-‌০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে এগিয়ে চলো সংঘ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় নাইন বুলেটস। একটি পরিকল্পিত আক্রমণ থেকে গোল পেয়ে যায় তারা। বক্সের মধ্যে বল পেয়ে টুলুঙ্গা গোল করতে ভুল করেননি। ১-‌১ অবস্থায় খেলা চলে। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে এগিয়ে চলো সংঘের পক্ষে জয় সূচক গোলটি করেন দলের রক্ষণভাগের ফুটবলার আসিফ আলী মোল্লা। কর্নার থেকে ভেঁসে আসা বল ধরতে পারিনি বুলেটসের গোলরক্ষক অমিত। তঁার হাত থেকে বেরিয়ে আসা বলে আলতো টোকায় বল জালে পাঠান আসিফ আলি। ২-‌১ এ এগিয়ে যায় শিল্ড জয়ী দল। এরপর আক্রমনের গতি বেড়ে যায় বুলেটসের। কিন্তু দলের আক্রমনভাগের ফুটবলাররা গোল করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ম্যাচে ২-‌১ গোলে জয় পেয়ে পুরো পয়েন্ট নিয়ে ঘরে ফিরে সুজিৎ হালদারের দল। ম্যাচ পরিচলনা করেন সত্যজিৎ দেবরায়। ম্যাচে তিনি মোট ৫ টি হলুদ কার্ড দেখান। ম্যাচ শুরু হওয়ার আগে বলে লাথি মেরে লিগের উদ্বোধন করেন প্রাক্তনফুটবলার মানিক সূত্রধর। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলারির কর্ণধার রূপক সাহা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পেট্রণ রতন সাহা, সভাপতি প্রণব সরকার, সহ অন্যান্য কর্মকর্তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য