Sunday, April 20, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে লড়াইকে আরও তেজী করতে খোয়াইয়ে এস এফ আই...

শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে লড়াইকে আরও তেজী করতে খোয়াইয়ে এস এফ আই এর সম্মেলন থেকে এই লড়াই সংগ্রামের ডাক দিলেন তারা।

ভবিষ্যৎ প্রতিনিধি খোয়াই ৩১তম মার্চ……. শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে আরো তেজী লড়াই সংগ্রামের আহ্বান জানানো হয়েছে এস এফ আই এর সপ্তদশ খোয়াই বিভাগীয় সম্মেলন থেকে।রবিবার সীতারাম ইয়েচুরি নগরের পার্শ্বনাথ মুকুল ভবনের শহীদ অরুণ দেব মঞ্চে অনুষ্ঠিত হয় এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।ছয়টি অঞ্চলের একানব্বই জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন।সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন করেন সংগঠনের বিভাগীয় সভাপতি সৌরভ দেব।শহীদবেদীতে ফুল ঊ শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা। শহীদ স্মরণে ও শোক প্রস্তাব পাঠের পর সম্মেলনের প্রতিনিধি অধিবেশন শুরু হলে উদ্বোধনী ভাষণ দেন এস এফ আই এর প্রাক্তন রাজ্য সম্পাদক নির্মল বিশ্বাস।বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন জন্মলগ্ন থেকেই এস এফ আই ছাত্রস্বার্থে লাগাতার আন্দোলন করে আসছে।এর মধ্য দিয়েই পঞ্চান্ন বছরে সংগঠন আজ এক বৃহত্তর পরিসর লাভ করেছে।শিক্ষা ও শিক্ষার্থীর স্বার্থে আমাদের লড়াই সংগ্রাম আরো তেজী করতে হবে।একই সাথে অধিকার রক্ষার সংগ্রাম জোরদার করতে হবে।আমরা এক ঐতিহ্য ও উত্তরাধিকারের অধিকারী।এই ইতিহাসকে অমলিন রাখার দায়িত্ব আমাদের। মত প্রকাশের অধিকার আক্রান্ত।এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।একইসাথে স্থানীয় সমস্যার ভিত্তিতে লড়াই সংগ্রাম জোরদার করতে হবে।বিদায়ী বিভাগীয় সম্পাদক নারায়ন নমঃদাস সাংগঠনিক রিপোর্ট পেশ করলে বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা তার ওপর আলোচনায় অংশ গ্রহণ করেন।সম্মেলনের প্রধান বক্তা এস এফ আই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্র ও রাজ্যের বি জে পি সরকারের শিক্ষা ও শিক্ষার্থীর স্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে আগামী দিনে আমাদের ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী গ্রহণ করতে হবে।শিক্ষাঙ্গনে গুণ্ডারাজ ও মাফিয়ারাজ কায়েম করে রেখেছে শাসকদল।ব্যাপক অংশের ছাত্র ছাত্রীদের সংগঠিত করে শাসকদলের হুজ্জুতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।ছাত্র সমাজের গণতান্ত্রিক অধিকার সুরক্ষার স্বার্থে কথা বলতে হবে। শিক্ষাঙ্গনে শাসকদলের ছাত্র নেতারা ব্যস্ত চাঁদাবাজিতে।মুখে বলছে গুণগত শিক্ষার কথা।আর শিক্ষায় আমদানী করছে গেরুয়াকরণের নীতি।এর বিরুদ্ধে আমাদেরকে পথে নেমে আন্দোলনের কর্মসূচী গ্রহণ করা ছাড়া আর কোন বিকল্প নেই।সম্মেলনে গণতন্ত্র পুণরুদ্বার ও আইনের শাসন প্রতিষ্ঠায়, শিক্ষক সংকট দূরীকরণের দাবীতে, শিক্ষায় গেরুয়াকরণের নীতি বাতিলের দাবীতে ও নারী নির্য্যাতনের বিরুদ্ধে মৌলিক প্রস্তাব গৃহীত হয়।সম্মেলনের প্রধান অতিথির ভাষণে সংগঠনের রাজ্য সভাপতি সুলেমান আলী বলেন, শিক্ষাকে ব্যবসায়িক পণ্য হিসেবে তুলে ধরছে শাসকদল।বৃহত্তর অংশের ছেলে মেয়েদের কাছ থেকে ওরা কেড়ে নিচ্ছে শিক্ষার অধিকার।আমাদের কষ্টার্জিত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।সরকারী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে শিক্ষাকে পুরোপুরি বেসরকারী আওতায় নিয়ে যাওয়া হচ্ছে।এর বিরুদ্ধেও ব্যাপক অংশের ছাত্র ছাত্রীসহ সর্বস্তরের শিক্ষানুরাগী মানুষজনের কাছে যেতে হবে আমাদের।একইসাথে নেশার বিরুদ্ধে , অপসংস্কৃতির বিরুদ্ধে নিতে হবে কর্মসূচী।সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা মন্দাক্রান্তা নাথ চৌধুরী।
সম্মেলনের মঞ্চে এছাড়াও উপস্থিত ছিলেন এস এফ আই রাজ্য কমিটির সদস্য প্রিয়তোষ দেব, প্রদীপ সরকার, সরশী চক্রবর্তী ও ডাঃ সৌরভ দেব।সম্মেলন থেকে ছয়ত্রিশজনের নতুন বিভাগীয় কমিটি গঠন করা হয়। সম্পাদকমণ্ডলী হয়েছে এগারো জনের।সভাপতি পুণঃনির্বাচিত হন সৌরভ দেব।নব নির্বাচিত সম্পাদক হন সাগর পাল।বিভাগীয় সম্মেলন পরিচালনা করেন সৌরভ দেব, সৈকত দাস ও সায়ন্তিকা দেব। সম্মেলনে বিদায়ী বিভাগীয় সম্পাদক সহ নয়জনকে সংগঠন থেকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য