Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যছাত্রকে মানষিক নির্যাতনের অভিযোগে এইচ ও ডি কে ঘেরাও কলেজের ছাত্রসহ অভিভাবকদের

ছাত্রকে মানষিক নির্যাতনের অভিযোগে এইচ ও ডি কে ঘেরাও কলেজের ছাত্রসহ অভিভাবকদের

এক ছাত্রকে মানষিক নির্যাতনের অভিযোগ উঠল এক কলেজের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ।ঘটনা খয়েরপুরস্হিত বীর বিক্রম কলেজ অব ফার্মেসীতে।এর প্রতিবাদে বৃহস্পতিবার কলেজের ছাত্র সহ অভিভাবকরা এইছ ওডিকে ঘেরাও করে রাখে।এই ঘটনায় এদিন কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ায়।

রাজ্যে উচ্চ শিক্ষাক্ষেত্রে রিগিং যোগ ফিরে আসতে শুরু করছে।খয়েরপুরের বীর বিক্রম কলেজ অব ফার্মেসীতে এমন ই ঘটনা ঘেটেছে।এই ক্ষেত্রে অভিযোগের তীর কলেজের এক এইছ ও ডি’র বিরুদ্ধে।জানাগেছে,বীর বিক্রম কলেজ অব ফার্মেসীর এক বিভাগীয় প্রধান বুধবার কলেজের দ্বিতীয় সেমিস্টারর এক ছাত্রকে কলেজের গ্রাউন্ড ফ্লর থেকে পাঁচ তলা পর্যন্ত কয়টি সিড়ি রয়েছে তা গননা করার নির্দেশ দেন।বিভাগীয় প্রধানের দির্দেশমত ছাত্রটি নীচু তলা থেকে পাচ তালা পর্যন্ত সিড়ি গুনে তাকে জানান।কিন্তু তাতে সন্তুষ্ট হতে না পেরে পূনরায় ছাত্রটিকে সিড়ি গননা করে জানাতে বলেন।অসহায় ছাত্রটি দ্বিতীয় বার সিড়ি গুনে শিক্ষককে জানায়।কিন্তু এইছ ও ডি তাকে তৃতীয় বার সিড়ি গননা‌ করতে পাঠান।তৃতীয় রারও শিক্ষক সন্তষ্ট হতে না পেরে চতুর্থবারের জন্য ছাত্রটিকে সিড়ি গননা করার নির্দেশ দেন।কিন্তু এবার ছাত্রটি শিক্ষকের নির্দেশ অমান্য করে ।বৃহস্পতিবার ছাত্রটি অভিবাবকদের নিয়ে কলেজে এসে ঘটনার প্রতিবাদ জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য