Sunday, June 22, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখালি বাড়ির সুযোগে দিন দুপুরে প্রায় ১৪ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার সহ নগদ...

খালি বাড়ির সুযোগে দিন দুপুরে প্রায় ১৪ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার সহ নগদ টাকা নিয়ে উধাও চুর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায়

তেলিয়ামুড়া প্রতিনিধি – জানা যায়, কালিটিলার বাসিন্দা অংশুমান দত্ত পেশায় যিনি তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসের কম্পিউটার অপারেটর শনিবার সকালে উনার স্ত্রী পুত্র সহ উনার শশুর বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার ঠিক আগে অংশুমান বাবু বাড়িতে এসে দেখতে পান উনার ঘরের ভেতর আলমিরা ভাঙ্গা। তিনি হতবাক হয়ে দেখতে পান উনার ঘরের আলমিরাতে রাখা প্রায় ১৪ লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ নেই। মূহুর্তেই এলাকায় খবর ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তেলিয়ামুড়া থানার পুলিশ আসে। জানা যায় পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। এদিকে দিন দুপুরে ঘনবসতি এলাকায় চুরির ঘটনা গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে কালিটিলা এলাকায় স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেনী বিদ্যালয়েও চুরের দল হাত সাফাই করে নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছিল। যার আজও কোন ধরনের কূল কিনারা করতে পারেনি পুলিশ। শনিবার দিনের বেলায় চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন বাসিন্দারা। প্রসঙ্গত উল্লেখ্য, কালিটিলা এবং তার পাশ্ববর্তী এলাকায় দীর্ঘদিন যাবৎ নেশা কারবারি এবং শেবনকারিদের আনাগোনা চলছে। প্রাথমিক ভাবে এলাকাবাসীর ধারনা নেশাখোরদের দ্বারা এই চুরি কান্ড সংঘটিত হতে পারে। তার পাশাপাশি পুলিশি নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দারা অফ কেমেরায়। এখন দেখার তেলিয়ামুড়া থানার পুলিশি তদন্তে কতটুকু সফলতা আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য