অষ্টম উওর-পূর্ব যুব উৎসব ২০২৫ অনুষ্ঠানে যোগ দিতে সিকিমে উদ্ভাবনী সামাজিক সংস্থার সদস্যরা। এই উৎসব ১৭ থেকে ২০ মার্চ ২০২৫ অবধি চলবে সিকিমের গ্যাংটকে। উদ্ভাবনী সামাজিক সংস্থার সদস্যরা যুবা কৃতি বিভাগে তাদের নিজেদের তৈরি বাঁশবেতের শিল্প ও ক্র্যাফট এর বিভিন্ন আসবাসপত্র নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যে থেকে। এছাড়াও উইটনেস হিসাবেও এই উৎসবে সংস্থা থেকে সদস্যরা অংশগ্রহণ করেন। মূলত উদ্ভাবনী সামাজিক সংস্থা গত বছরের নভেম্বরে অনুষ্টিত রাজ্যভিত্তিক উৎসবেও প্রথমস্থান অর্জন করে এবার উওর-পূর্ব যুব উৎসব ২০২৫ অনুষ্টানে সুযোগ পায়।