বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে ফেব্রুয়ারি….. বুধবার দিনটি ছিল শিবচতুর্দশীর।এই শিবচতুর্দশী উপলক্ষে বুধবার সন্ধ্যা ছয়টায় খোয়াই শিঙিছড়া স্থিত শরৎচন্দ্র দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হলো খোয়াই আর ডি ব্লক এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ৭৬ তম শিব চতুর্দশীর মেলা ও প্রদর্শনীর। এই মেলা চলবে আগামী পাঁচ দিন । শিব চতুর্দশী উপলক্ষে খোয়াই তথা রাজ্যের মধ্যে এটি সবথেকে বড় মেলা। এই মেলার উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, এস সি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাস,পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য সহ এই মেলা কমিটির আভায়ক তথা খোয়াই ব্লকের আধিকারিক অভিজিৎ দাস সহ অন্যান্যরা। অবায়ক তথা খোয়াই ব্লকের আধিকারিক অভিজিৎ দাসের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী কাজ শুরু হয়। সর্বশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরীর আলোচনার মাধ্যমে প্রথমার্ধের অনুষ্ঠান সমাপ্তি ঘটে। পরবর্তীতে ঐ অনুষ্ঠানের অতিথিরা মেলা উপলক্ষে বিভিন্ন দপ্তরের প্রদর্শনীর স্টল গুলির ফিতা কেটে উদ্বোধন করেন। তাছাড়া বুধবার শিব চতুর্দশীর দিনে খোয়াই এর বিভিন্ন শিব মন্দিরগুলিতে ভক্ত বৃন্দের অনেকটাই ভিড় পরিলক্ষিত হয়। শিব চতুর্দশী উপলক্ষে খোয়াই শহরের বিভিন্ন মন্দিরে শিব ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এই দিন বেলা যত বারতে থাকে প্রতিটি শিব মন্দিরে ভক্তরা দলে দলে শিব ঠাকুর কে স্নান করাতে মন্দির গুলিতে ভিড় জমাতে থাকে। ভক্তদের বিশ্বাস শিব ঠাকুর তাদের মনের বাঞ্ছনা পূর্ণ করবে । এই শিব চতুর্দশী উপলক্ষে খোয়াই মহাদেব টিলা শিব মন্দির, শিঙি ছড়া শিব মন্দির, খোয়াই সুভাষ পার্ক কালিবাড়ির শিব মন্দির, খোয়াই হরি মন্দির প্রাঙ্গণের শিব মন্দির, খোয়াই বনকর এলাকার ভোলগিরি আশ্রমের শিব মন্দির, দূর্গানগর কালিবাড়ির শিব মন্দির সহ মহকুমা এলাকার বিভিন্ন শিব মন্দিরে ভক্তরা জড়ো হয় মহাদেব কে স্নান করাতে। মহাদেব কে স্নান করানোর কারণ জানতে চাইলে ভক্তরা তাদের বিশ্বাসের উপর আস্থা রেখে স্নানের মাহিত্য বর্ণনা করেন। অন্যদিকে খোয়াই মহাদেব টিলা শিব মন্দির কমিটির কর্মকর্তারা জানান তাদের মন্দিরে প্রতিবছর ব্যাপক পরিমাণে ভিড় হয়ে থাকে। এর জন্য তারা ভক্তদের জন্য যথাসম্ভব সুযোগ সুবিধা করে রাখেন। যদিও নতুন জায়গায় ক্রয় করে শিব মন্দির স্থাপন করা হচ্ছে আগামী বছর এই শিব মন্দির প্রতিষ্ঠা হলে ভক্তরা আরো সুযোগ সুবিধা পাবে। যদিও বর্তমান সময়ে মন্দির কমিটি সবকিছুর সুবিধা করতে না পারলেও তাদের সাধ্যমত কাজ করেছে ভক্তদের সুবিধার্থে, শৌচালয় থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান মন্দির কমিটির কর্মকর্তারা। তাতে করে ভক্তরা ও ব্যাপক খুশি তাদের ব্যাবস্থা পনায় বলে জানান অনেক ভক্ত।