আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে দুপুরে শুরু হলো ইয়থ ত্রিপা ফেডারেশনের মিছিল। ২৭ এবং ২৮ শে ফেব্রুয়ারি আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গনে এই সর্বপ্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইয়থ ত্রিপা ফেডারেশনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন। সে অধিবেশন কে সার্থক করার লক্ষ্যে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী পাশাপাশি দলের শক্তিকে বৃদ্ধি করার লক্ষ্যে এদিনের স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে । এদিনের এই বিশাল মিছিলে দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ইয়ুথ তিপ্রা ফেডারেশনের সভাপতি সুরোজদেববর্মা সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা।