বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ২৪ শে ডিসেম্বর……. মঙ্গলবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক খোয়াই জেলার উদ্যোগে ত্রিপুরা গ্রামীন ব্যাংকের ৪৯ তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বেলা বারোটায় খোয়াই পুরাতন টাউন হলে এক মেঘা ঋণদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত ২১ ডিসেম্বর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা দিবস উক্ত দিনটিকে কেন্দ্র করেই এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, উপস্থিত ছিলেন খোয়াই আর ডি ব্লকের সহকারী ব্লক আধিকারী নেপাল নাথ, জেলা পরিষদের সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস গ্রামীণ ব্যাংকের জুনাল ম্যানেজার দেবাশীষ বড়ুয়া এবং ব্যাংক আধিকারিক পায়েল সাহা সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা উনার বক্তব্যে তিনি তুলে ধরেন যে এই গ্রামীণ ব্যাংক গ্রামীণ অর্থনীতিকে অর্থাৎ সাধারণ অংশের মানুষের অর্থনীতি বুনিয়াদ উন্নত করার ক্ষেত্রে একটা বৃহৎ ভূমিকা গ্রহণ করছেন। তাছাড়া তিনি আরো বলেন দেশের প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া মানুষের অর্থনীতি বুনিয়াদ চাঙ্গা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সে ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের ভূমিকা ও অপরিসীম। তাছাড়া আজ গ্রামীণ ব্যাংক খোয়াই জেলা ভিত্তিক আজকের অনুষ্ঠানে খোয়াই জেলার অন্তর্গত ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে ৪১৮ জন ঋণগ্রহীতাকে বারো কোটি ৫০ লক্ষ টাকার ঋণ প্রদান করেন। তাছাড়া ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এর আধিকারিকরা আজকের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন ১৯৭৫ সালে খুব ছোট পরিসরে ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল গুটি গুটি পায়ে আজ প্রায় ৪৯ বছর হতে চলেছে ।এই বিষয়টিকে কেন্দ্র করে অনুষ্ঠানের মঞ্চে খোয়াই অফিস টিলা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখার প্রথম গ্রাহক হিসাবে অভিক প্রসাদ চক্রবর্তীকে সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে। সংবর্ধনা পাওয়ার পর অভিক প্রসাদ চক্রবর্তী উনি ছোট পরিসরে আলোচনায় অংশগ্রহণ করেন উনার আলোচনাতে পরিষ্কারভাবে তিনি বলেন গ্রামীণ ব্যাংক খোয়াইতে ছোট পরিসরে শুরু করল আজ বৃহৎ একটা অংশের জনগণের পছন্দের ব্যাংক গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকের কর্মচারীদের ব্যবহার খুবই সুন্দর তাই তিনি সকলের কাছে আহ্বান রাখেন এই ব্যাংকে নিজেদের খাতা খোলার জন্য এবং ব্যাংকের মাধ্যমে সাহায্যে সহযোগিতা গ্রহণ করে সকলের অর্থনীতি বুনিয়াদ উন্নত করারও আহ্বান রাখেন।