জোলাইবাড়ি: ২৩-এ ডিসেম্বর ২০২৪, অন্নদা স্পাইসেস্ ইন্ডাস্ট্রির উদ্যোগে জোলাইবাড়ির সাঁচিরাম বাড়িস্থিত শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্কে লংতরাই পরিবারের স্থানীয় ডিলার্সদের নিয়ে লংতরাই ডিলার্স মিট – ২০২৪ অনুষ্ঠিত হয়। এই ডিলার্স মিট-এর উদ্বোধক এবং প্রধান অতিথির ভূমিকা পালন করেন শ্রী তাপস দত্ত, মাননীয় চেয়ারম্যান জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি। উনি ওনার বক্তব্যের মধ্যে জানান যে লংতরাই খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথিদ্বয় এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব যথা শ্রী নিখিল মিত্র মহোদয় এবং স্বপন মজুমদার মহোদয় ওনাদের বক্তব্যের মধ্যে দিয়ে গ্রাহকদের মনে লংতরাই যে একটি স্থায়ী ঠিকানা করে নিয়েছে সে বিষয়টি সুস্পষ্ট করে তোলেন। এই অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন লংতরাই ব্র্যান্ড-এর কর্ণধার, শ্রী রতন দেবনাথ, তিনি এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন। ওনার বক্তব্যের মাধ্যমে উনি লংতরাই ব্র্যান্ড-এর পণ্যের সতেজতা এবং উদ্ভাবনী সম্মন্ধে উপস্থিত সকলকে অবগত করেন এবং তিনি জানান লংতরাই-এর গুঁড়ো মশলাকে সার্বিকভাবে সুস্বাস্থ্যসম্মত করে তুলতে সবরকম গুণমান নির্ণায়ক পরীক্ষা এবং প্রক্রিয়া পরিচালনা করতে ব্র্যান্ড সর্বদা বদ্ধপরিকর। সভায় উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আলোচনায় অংশ নেওয়া বিশিষ্ট ব্যবসায়ীরা এই বার্তা দেন যে লংতরাই ব্র্যান্ড যেন আগামী দিন গুলোতেও উত্তরোত্তর অগ্রগামী সাফল্য অর্জন করতে পারে সে লক্ষ্যে তারা সার্বিক সহযোগিতা করবেন। লংতরাই গুঁড়া মশলার সাফল্যের শিখরে ওঠা শুধু সময়ের অপেক্ষা বলে বিজ্ঞ মহলের ধারণা।