Friday, January 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা ভারতরত্নে ভূষিত তথা দেশের সংবিধান রচয়িতা ডঃ বি...

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা ভারতরত্নে ভূষিত তথা দেশের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরের প্রতি কুরুচিকর মন্তব্য করার অভিযোগ এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে খোয়াই জেলা শাসকের নিকট ডেপুটেশন খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগে।

বাসুদেব ভট্টাচার্জি খোয়াই ২৪ শে ডিসেম্বর…….স্বাধীনতার পর ভারতবর্ষের সংবিধান রচয়িতা তথা ভারত রত্ন সম্মানে ভূষিত ডঃ বি আর আম্বেদকরের বিরুদ্ধে বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহু কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই বিষয়টি কে কেন্দ্র করে দেশের জনগণের সাথে কংগ্রেস দলেও ক্ষোভ সঞ্চার হয়েছে। তাই খোয়াই জেলা কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মূলত ডঃ আম্বেদকরের প্রতি সম্মান দেখিয়ে সম্মান যাত্রার ব্যানার নিয়ে এবং পাশাপাশি খোয়াই জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, শব্দ কুমার জমাতিয়া, কংগ্রেস দলের রাজ্য কমিটির সদস্য কার্তিক দেবনাথ, আইনজীবী ননীগোপাল দেবনাথ সহ দলের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা। এই দিন দুপুরে বিক্ষোভ মিছিল শেষে খোয়াই জেলাশাসক চান্দনি চন্দ্রনের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। কি বিষয়ে ডেপুটেশন জানতে চাইলে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্যী বলেন ডাঃ বি আর আম্বেদকরের সম্বন্ধে কুরুচিকর বক্তব্যের প্রতিবাদে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য সহ দেশব্যাপী বিক্ষোভ করে ডেপুটেশন প্রদান কর্মসূচি চলছে। এরই অঙ্গ হিসাবে খোয়াই জেলা কংগ্রেস খোয়াই জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হচ্ছে । ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহুজী ভারত বর্ষের সর্বোচ্চ সম্মান ভারত রত্নে ভূষিত তথা দেশের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকর এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে উনাকে অপমান করেছেন। তাই সমস্ত ভারতবাসী ও কংগ্রেস দল ভারতের সংবিধান, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি কে অক্ষুন্ন রাখতে সকলে প্রতিজ্ঞাবদ্ধ। তাছাড়া ডঃ বি আর আম্বেদকরের প্রতি যে অসম্মান প্রদর্শন করা হয়েছে তার বিরুদ্ধে কংগ্রেস দলের পক্ষ থেকে এই দিন সম্মান যাত্রা করা হয়। এই সম্মান যাত্রা ও বিক্ষোভ মিছিল নিয়ে খোয়াই জেলা শাসকের কাছে স্মারক লিপি তুলে দেন কংগ্রেস দলের এক প্রতিনিধি দল। এই স্মারকলিপি জেলাশাসকের হাত দিয়ে দেশের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুরমুরের উদ্দেশ্যে। তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য বলেন উনারা অতিসত্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহুজীর পদত্যাগ চান, এবং সারা ভারতবর্ষের জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা চাইতে হবে ডঃ বি আর আম্বেদকরের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে। তা নাহলে কংগ্রেস দল তাদের আন্দোলনকে আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন বলে জানান প্রদ্যুৎ ভট্টাচার্য। এখানে দল মত নির্বিশেষে এই দেশের মানুষ ডঃ বি আর আম্বেদকর কে যে শ্রদ্ধার আসনে বসিয়েছেন কংগ্রেস দল ওনার সেই অপমান সহ্য করব না । তাই তারা এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এবং দেশের মানুষের কাছে ক্ষমা চাইবেন স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস দল আশা রাখছেন। তাই দেশের রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন কংগ্রেস দল উনি যাতে ডঃ বি আর আম্বেদকরের সম্মান বজায় রাখতে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার তিনি যেন তাই করেন। খোয়াই জেলা কংগ্রেস দলের আজকের কর্মসূচিকে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ সহমত পোষণ করেছেন। এতে বুঝা যায় কংগ্রেস দলের মিছিল চলাকালীন সময় সাধারণ জনগণের অনেকটা উৎসাহ উদ্দীপনা ছিল যে সেটা বুঝা গেছে। এখন দেখার বিষয় এই ডেপুটেশন অদূর ভবিষ্যতে কতটুকু কার্যকর হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চান কিনা সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য