Monday, December 2, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই শাখার পক্ষ থেকে ১৬ দফা দাবির ভিত্তিতে...

ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই শাখার পক্ষ থেকে ১৬ দফা দাবির ভিত্তিতে জেলা শিক্ষা অধিকারীকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ২৭ শে নভেম্বর…. মঙ্গলবার বিকেলে ১৬ দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই শাখার পক্ষ থেকে জেলা শিক্ষা অধিকারীক দীনেশ দেববর্মার কাছে ডেপুটেশন প্রদান করা হয়।এই বিষয়ে কর্মচারী সংঘের রাজ্য কমিটির সদস্যা শ্রীমতি করুণা দেবনাথ বলেন কর্মচারী সংঘের খোয়াই শাখার পক্ষ থেকে খোয়াই ব্লকের অন্তর্গত সমস্ত বিদ্যালয় গুলিতে পঠন-পাটন থেকে শুরু করে বিদ্যালয়ের পরিকাঠামোর মান উন্নয়ন এবং একাডেমিক বিষয়গুলোর উপর বিভিন্ন প্রতিবন্ধকতা ক্রমাগত বেড়েই চলেছে। যা বর্তমানে নয়া শিক্ষা নীতির ক্ষেত্রে যথেষ্ট বাধা হয়ে দাঁড়িয়েছে । তাতে করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের উপর তার যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করেন তারা । তাছাড়া নয়া শিক্ষা নীতির উপর ভিত্তি করে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই শাখার পক্ষ থেকে ১৬ দফা দাবি নিয়ে খোয়াই জেলা শিক্ষা অধিকারীক এর কাছে স্মারক লিপি প্রদান করেন বলে জানান ।তাদের দাবিগুলো ছিল এই বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার স্বল্পতার জন্য নিয়মিতভাবে ক্লাস হচ্ছে না । তাই যে সকল স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক রয়েছে সেখান থেকে শিক্ষক এনে কম শিক্ষক বিদ্যালয় গুলিতে এনে অতিসত্বর ব্যবস্থা করা । এছাড়া ডাবল সিফ্ট স্কুলগুলির প্রাইমারি সেকশন গুলি আলাদা কন্ডি জেন্সির গ্রান্ট দেবার ব্যবস্থা করা অতিসত্বর । এরমধ্যে যেসব স্কুলগুলিতে বিজ্ঞান শিক্ষক বেশি রয়েছে সেখান থেকে বিজ্ঞান শিক্ষক এনে যে সকল স্কুলে বিজ্ঞান শিক্ষক নেই সেখানে নিয়োগ করা হোক অতি সত্তর। যে সকল বিদ্যালয়গুলোতে গ্রুপ ডি বেশি সংখ্যক রয়েছে সেখান থেকে এনে অন্যান্য স্কুলে স্থাপন করা । সমস্ত স্কুলের স্মার্ট ক্লাসগুলি যাতে ভালোভাবে চলে এর জন্য শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা । কম্পিউটার জন্য শিক্ষকরা যে সেই স্কুলে পোস্টিং দেওয়া হয় যে স্কুলের সাধারণ শিক্ষক ছাড়া কেউ কম্পিউটার অপারেটর করতে পারে না। এছাড়া আই এস অফিসের পুরনো বিল্ডিংকে ভেঙে নতুন ভাবে তৈরি করার জন্য ব্যবস্থা করা এবং পূরণ বিল্ডিং কে ডেমিজ বলে ঘোষণা করা ,অন্যদিকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পেনশনে চলে যায় তারা যাতে সঠিক সময় পেনশন পায় তার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া , ডি ই ও এবং আই এস অফিসে কর্মরত শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয়ে অতিসত্বর পাঠানোর ব্যবস্থা করা, বিদ্যাজ্যোতি স্কুল গলিতে যারা বর্তমানে এডুকেশন বা ফিলোসোফি সাবজেক্টের পি জি টি তাদেরকে বিদ্যা জ্যোতি স্কুল নয় এমন স্কুলে পাঠানোর ব্যবস্থা করা এই ধরনের ১৬ টি দাবি নিয়ে ডিপুটেশন প্রদান করা হয় খোয়াই জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মার কাছে। এই দিন ডেপুটেশন প্রধানকালে কর্মচারী সংঘ খোয়াই শাখার পক্ষ থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এরা হলেন সংঘের রাজ্য কমিটির সদস্যা শ্রীমতি করুণা দেবনাথ , রথীন্দ্র মজুমদার, অমর লাল সাহা সুমন চন্দ্রনাথ , পিন্টু দেবনাথ অলক দাস , শতদল রায় প্রদীপ কুমার নাথ নিরোজ কান্তি গোপ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য