তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয় এবং অন্যান্য রাজ্যে উপনির্বাচনে বিজেপি জয়ী হওয়ায়, মঙ্গলবার বিকাল তিনটায়, তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের পক্ষ থেকে, বিজয় মিছিল সংঘটিত করা হয়। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া’র বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া মডলের সহ সভাপতি নিতিন কুমার সাহা, পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার,ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, মন্ডল দুই জন সাধারন সম্পাদক নন্দন রায়, গোপাল বর্মন সহ অন্যান্যরা। এদিনের এই বিজয় মিছিলটি তেলিয়ামুড়া মন্ডল অফিস থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মন্ডল অফিসে এসে সমাপ্ত হয় এই বিজয় মিছিল।