খোয়াই প্রতিনিধি ২৬ শে নভেম্বর…..২০২০ সালে দেশব্যাপী ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে সিপিএম দলের শ্রমিক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার খোয়াইতে মিছিল ও পথ সভা হলো অনুষ্ঠিত হলো ।এই দিনের মিছিল সভার কর্মসূচী থেকে দেশে ও রাজ্যে বি জে পি পরিচালিত সরকারের কৃষক শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠার জন্য আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে ।এই দিন দুপুর বারোটায় জেলা শহরের কবিগুরু পার্ক স্থিত রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিলটি।এর আগে মহকুমার বিভিন্ন প্রান্তের জাতি উপজাতি অংশের কৃষক কৃষিজীবী জুমিয়া ও শ্রমিক শ্রমজীবী নারী পুরুষ এসে জড়ো হন কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির সামনে।তাদের ব্যানারকে সামনে রেখে অগ্রভাগে কৃষক শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে শুরু হয় মিছিলটি।সম্মিলিত ভাবে শ্লোগান দিয়ে মিছিলটি একে একে বনকর, নতুন টাউন হল কমপ্লেক্স, রঞ্জন রায় সেতু অতিক্রম করে ভগিনী নিবেদিতা পার্ক , হাসপাতাল রোড, নৃপেন চক্রবর্তী অ্যাভেনিউ পার হয়ে জেলা শহরের মূল প্রাণকেন্দ্র সুভাষপার্কের বাজারের ওপর দিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দ সরণী ঘুরে স্থানীয় কোহিনূর শপিং কমপ্লেক্সের সামনে এসে মিছিলটি মিলিত হয়ে সেখানে একটি পথসভার আয়োজন করা হয় ।এখানে সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি আলয় রায়ের সভাপতিত্বে কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তি কর্মসূচীর গুরুত্ব ও তাৎপর্য্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জি এম পি -র কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, সি আই টি ইউ র রাজ্য নেতা নির্মল বিশ্বাস ও সারা ভারত কৃষক সভার মহকুমা সম্পাদক মনোজ দাস।বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশে ও বিভিন্ন রাজ্যে সরকার পরিচালনা করতে গিয়ে বি জে পি গরীব শ্রমজীবী মানুষ ও প্রান্তিক কৃষক কৃষিজীবী মানুষের ওপর জনবিরোধী শাসন চাপিয়ে দিয়েছে বিজেপি সরকার ।শ্রমজীবী মানুষের জীবন জীবিকা এর ফলে আক্রান্ত হচ্ছে ।কৃষি কাজ আজ অস্তিত্বের সঙ্কটে নিমজ্জিত ফলে কৃষকরা ঋণভারে জর্জরিত।এই প্রেক্ষাপটে চার বছর আগে দেশব্যাপী ঐতিহাসিক কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল।দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আজ আন্দোলনের ময়দানে।এই আন্দোলনের গতিধারাকে আরো জোরদার করে বি জে পি পরিচালিত দেশ ও রাজ্যের সরকারকে জনবিরোধী নীতির অভিমুখ পরিবর্তনে বাধ্য করার আহ্বান জানান নেতৃবৃন্দরা কৃষক সবার মঞ্চ থেকে ।