Monday, February 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপাথর বোঝাই গাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণ নেশা সামগ্রী

পাথর বোঝাই গাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণ নেশা সামগ্রী

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ— পাথর বোঝাই গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করার পথে মুঙ্গিয়াকামী থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এসকফ সিরাপ।
খবরে প্রকাশ, মুঙ্গিয়াকামী থানার পুলিশের কাছে গোপনে খবর আসে বহিঃরাজ্য থেকে একটি পাথর বোঝাই গাড়ি বিপুল পরিমাণে নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে, এবং তাদের গন্তব্য আগরতলা। যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মুঙ্গিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মা মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী এবং ডি.সি.এম বিশ্বজিৎ মজুমদার ৪১ মাইল নাকা এলাকায় উৎ পেতে বসে। এবং NL01AF6187 নম্বরের গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে থাকা পাথর আনলোড করে এবং দেখতে পায় ৫৪ টি গোলাপি রঙ্গের বাক্স এবং ১৮ টি নীল বাক্স। যথারীতি এগুলি তল্লাশি করে দেখতে পায় বাক্স গুলির মধ্যে বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং এসকফ সিরাপ রয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়েছেন,, বাজেয়াপ্ত কৃত নেশা সামগ্রীর পরিমাণ আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা। তাছাড়া তিনি জানিয়েছেন, গাড়িতে থাকা গাড়ি চালক এবং সহচালক’কে আটক করেছে পুলিশ। যদিও তদন্তের স্বার্থে এই নেশা সামগ্রী গুলি কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে স্পষ্টিকরণ দেয় নি পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য