তৃতীয়াতেই দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে রাজধানীর বনেদী ক্লাব নেতাজী প্লে ফোরাম সেন্টারের। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে মণ্ডপের উদ্বোধন হবে। এছাড়াও উপস্থিত থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্টজনেরা।শুক্রবার নেতাজি প্লে ফোরাম সেন্টারের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করা হয়। ক্লাব প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনে ক্লাবের সম্পাদক সঞ্জয় সাহা জানান ৬ অক্টোবর তৃতীয়ার সন্ধ্যায় নেতাজি প্লে ফোরামের পুজো মণ্ডপের উদ্বোধন করা হবে। এবছর তাদের পূজার থিম রূপ থেকে রূপান্তর। মানুষ যেগুলি ফেলে দেয় তা দিয়ে গড়ে উঠছে পুজো মণ্ডপ। যা দর্শনার্থীদের নজর কাড়বে বলে দাবি করেন ক্লাব সম্পাদক। নবদ্বীপের শিল্পীর হাতের ছোয়ার গড়ে উঠেছে নেতাজি প্লে ফোরামের পুজো মন্ডপ। প্রতিবছর নজর কাড়ে নেতাজী প্লে ফোরামের পূজা।