তেলিয়ামুড়া প্রতিনিধি -সাম্প্রতিক বন্যায় ও ধ্বসে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবি, পশুপালক সহ সমস্ত শ্রমজীবি মেহনতি পরিবারগুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে গণ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট এই ডেপুটেশন প্রদান করেন কংগ্রেস নেতৃত্বরা।
ডেপুটেশন এর পূর্বে কংগ্রেস নেতৃত্ব সহ কর্মি সমর্থকেরা মগবাড়ি এলাকা থেকে মিছিল করে মহকুমা শাসক কার্যালয়ে পৌছায়। সেখান থেকে চার সদস্যের প্রতিনিধি মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দ কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, কংগ্রেস নেতৃত্ব কার্তীক দেবনাথ সহ অন্যান্যরা।