তেলিয়ামুড়া প্রতিনিধি :- ‘স্বচ্ছতা হি সেবা’ এই অভিযানের অঙ্গ হিসাবে সোমবার তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে SBM স্পোর্টস লিগের মধ্য দিয়ে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ার বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। এদিনের এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। চেয়ারম্যান ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সাব ডিভিশনাল ইউথ প্রোগ্রাম অফিসার ধরনি দাস সহ অন্যান্যরা। এদিনের এই ফুটবল টুর্নামেন্ট’কে ঘিরে ক্রীড়া প্রেমী মহলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।।