Thursday, October 10, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদগাঁজা বিরোধী অভিযানে সাফল্য তেলিয়ামুড়া থানার পুলিশের

গাঁজা বিরোধী অভিযানে সাফল্য তেলিয়ামুড়া থানার পুলিশের

তেলিয়ামুড়া প্রতিনিধি-
পৃথক পৃথক দুটি স্থানে গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ, ঘটনা রবিবার রাতে হাওয়াইবাড়ি নাকা ও ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি কমলেন্দু ধর জানান,, গোপন প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াইবাড়ি নাকা ও ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায় উৎ পেতে বসে। এবং হাওয়াবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সাত কেজি শুকনো গাঁজা ও ত্রিশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। সেই সঙ্গে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত মোট চারজন যথাক্রমে রোশন কুমার (২৪),অঙ্গদ কুমার (৩৮),রাহুল কুমার (৩৫),শিবম কুমার (২২)-কে আটক করে এন.ডি.পি.এস ধারায় মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করেছে। সেকেন্ড ওসি জানিয়েছেন, আগামী দিনেও পুলিশের এই ধরনের অভিযান জারি থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য