তেলিয়ামুড়া প্রতিনিধি :-
জাতীয় সড়ক থেকে ছিটকে খোয়াই নদীর জলে পড়ে গুরুতর আহত এক গাড়ির চালক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় বুধবার।
সংবাদে প্রকাশ, চাকমাঘাট এলাকায় এক গাড়ির চালক গাড়িটি আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে রেখে রাস্তার ধারে বিশ্রাম করার সময় আচমকায় কোন একভাবে জাতীয় সড়ক থেকে নিচে পড়ে খোয়াই নদীর জলে পড়ে যায় ওই গাড়ির চালক। এতে গুরুতর আহত হয় ওই গাড়ির চালক। পরবর্তীতে এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের, এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া হাসপাতালে। বর্তমানে আহতের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।।