তেলিয়ামুড়া প্রতিনিধি :-
রাজ্য ভিত্তিক অনূর্ধ্ব ১৪ বালক বিভাগের ফুটবল টুর্নামেন্টের তিন দিবস ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন এই ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা পর্বের উদ্বোধন করেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার, তেলিয়ামুড়া পৌর পরিষদের সহকারী পৌর পিতা মধুসূদন রায় সহ যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের আধিকারিকেরা। এদিন পৌর পিতা রূপক সরকারের হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। এদিনের এই রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য রাজ্যের বিভিন্ন জেলার প্রতিযোগী দলেরা অংশগ্রহণ করে।।