Wednesday, October 16, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদসিমেন্ট বুঝাই লরির চালকদের বিক্ষোভ

সিমেন্ট বুঝাই লরির চালকদের বিক্ষোভ

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
স্টার সিমেন্টের তেলিয়ামুড়া স্থিত অফিসের ঝাঁপ ফেলে অফিস বন্ধ করে বিক্ষোভ দেখালো সিমেন্ট বুঝাই লরির চালকরা। তাদের অভিযোগ, সিমেন্টের ডিলার লক্ষণ সাহার দ্বিচারিতায় চরম ভোগান্তির শিকার তারা। এতেই ক্ষুব্ধ সেই লরির চালকরা। মঙ্গলবার লরির চালকরা সঙ্ঘবদ্ধ হয়ে বন্ধ করে দিল তেলিয়ামুড়ার স্টার সিমেন্ট অফিস।
লরির চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নাকি গান্ধীগ্রাম এলাকার জনৈক সিমেন্টের ডিলার লক্ষণ সাহা সিমেন্ট কোম্পানির কাছে নিজের ভালো পারফরম্যান্স দেখানোর তাগিদে একসঙ্গে প্রয়োজনের অধিক লরি বুঝাই সিমেন্ট রাজ্যে নিয়ে আসে। তারপর, অভিযোগ কখনো ৫ দিন আবার কখনো দশ দিন এভাবে দিনের পর দিন সেই লরিগুলি’কে রাজ্যের বিভিন্ন প্রান্তে দাঁড় করিয়ে রেখে লরির চালকদের চরম হেনস্তা করে যাচ্ছে। তাছাড়া, কোন সিরিয়াল মেনটেইন না করেই লক্ষণ বাবু নাকি রাজ্যে আগে প্রবেশ করা লরিগুলি’র সিমেন্ট খালি না করে, রাজ্যে পরে প্রবেশ করা উনার কাছের একাংশ লরিগুলি থেকে উৎকোচ নিয়ে সিমেন্ট খালি করিয়ে দেয়, ক্ষুদ্ধ গাড়ির চালকরা ওই সিমেন্ট ডিলার লক্ষণ সাহার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেন মঙ্গলবার। লরি চালকদের দীর্ঘদিনের পুঞ্জিভূত এই ক্ষুভের বহিঃপ্রকাশের অঙ্গ হিসেবে মঙ্গলবার সমস্ত সিমেন্টের লরির চালকরা তেলিয়ামুড়ার নেতাজিনগর স্থিত স্টার সিমেন্টের অফিসের ঝাঁপ বন্ধ করে ডিলার লক্ষণ সাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য