বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬শে আগস্ট…. অবশেষে চুরি হওয়া বাইক খোয়াই নদী থেকে উদ্ধার হল । গত কিছুদিন আগে বন্যার ফলে খোয়াই নদীতে বান এসেছিল। সেই বানের জল কমেজেতেই সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশের চোরের দল চুরির উদ্দেশ্যে হানা দিল খোয়াই মহাকুমাতে রাতের অন্ধকারে ।শনিবার গভীর রাতে গনকি এলাকার এক বাড়ি থেকে দুটি বাইক চুরি করে নিয়ে যায় । অন্য আরেকটি বাইক চুরি করে নিয়ে যেতে গিয়ে খোয়াই নদীর জলে ফেলে যায় । শেষে সেই বাইকটি রবিবার দুপুরে উদ্ধার করা হয় । ঘটনার বিবরণ দিয় খোয়াই গনকি এলাকার বাসিন্দা অর্থাৎ বাইকের মালিক প্রদীপ দেবনাথ জানান শনিবার রাত বারোটা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে ওরা যখন ঘুমিয়ে পর এবং ভোররাতে প্রাকৃতিক কাজ জন্য ঘর থেকে বেরিয়ে দেখতে পায় গ্রিলের মধ্যে রাখা বাইক দুটির নেই । গ্রিলের মধ্যে শিকল দেওয়া গেইটের তালা কেটে দিয়েছে তা দেখেই প্রদীপ দেবনাথ বুঝতে পারে বাড়িতে হয়তো চোর ঢুকেছে সেই বুঝে তিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়েন বাইক দুটি খোঁজার জন্য। বাড়ি থেকে দুটি বাইক উধাও একটি নিজের অন্নটি ওনার ছেলে প্রসেনজিৎ দেবনাথ এর । শেষে ভোর রাতে অনেক খোঁজাখুঁজি করা হয় বাইকটিকে পাওয়া যায়নি । অবশেষে রবিবার দুপুরে খোয়াই বনকর এলাকার দশমি ঘাট সংলগ্ন খোয়াই নদীতে জেলেরা মাছ ধরতে গেলে তাদের জালে একটি বাইক আটকে যায় । এরপর বাইকটিকে এলাকার যুবকরা নদী থেকে নদীর পাড়ে তুলে আনে ।এই খবর প্রকাশ হতেই বাইকের মালিক প্রদীপ দেবনাথ ও উনার ছেলে প্রসেনজিৎ দেবনাথ দশমী ঘাট এলাকায় এসে উপস্থিত হয় এবং উদ্ধারকৃত বাইকটি সনাক্তকরণ করে যে এই বাইকটি প্রদীপ দেবনাথ এর । ছেলে প্রসেনজিৎ দেবনাথ এর বাইকটি ছিল খুবই দামি সেই বাইকটিকে পাওয়া যায়নি এলাকার যুবকরা নদীতে অনেক তল্লাশি করার পরও বাইকটি হাতে আসেনি । এবং নদীর পাড়ে কলাগাছের নৌকা বানানো ছিল হয়তো সেই নৌকা দিয়ে বাইকটিকে সীমান্তের ওপারে পাঠিয়ে দয় চোরের দলের ।তবে উদ্ধারকৃত ব্যক্তির নম্বর ছিল TRO6 4957 ইয়াম্মা কোম্পানি আর যে বাইক টি পাওয়া যায়নি সেটি ছিল পালসার কোম্পান ২২০ সি সির ঘটনা খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ও সেখানে গিয়ে উপস্থিত হয় । এখানে লক্ষণীয় বিষয় হল খোয়াই সীমান্তের নদীর উভয়দিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীরা প্রহরায় রত এরপরও কিভাবে সীমান্তের কাঁটাতার ডিঙিয়ে এসে চোরের দলরা একটি বাইক চুরি করে নিয়ে গেল সেটা নিয়েই প্রশ্ন উঠছে ।যে সীমন্ত রক্ষী বাহিনীরা সীমান্ত প্রহরার ক্ষেত্রে গাফলিতির কারণে এই চুরি ঘটনা ঘটেছে । তবে এই ধরনের ঘটনা খোয়াই মহকুমাতে প্রায়ই দিন ঘটে থাকে । শুধু বাইক চুরি নয় সীমান্তের ওপারের চোরের দলের রাতের অন্ধকারে খোয়াই মহকুমার বিভিন্ন এলাকার বাড়িঘর থেকে গরু চুরি সহ বিভিন্ন বাড়ির ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে ।