ভূমি পূজা হল রাজধানীর উজান অভয়নগর লেকের সৌন্দর্যায়নের। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার।রাজধানীর উজান অভয়নগর বাজার এলাকায় থাকা লেকের সংস্কার করে সৌন্দর্যায়নের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের।স্থানীয়দের দাবিকে সম্মান জানিয়ে আগরতলা পুর নিগম লেকের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়নের পরিকল্পনা নেয়। স্মার্ট সিটি প্রকল্পে রাজ্য সরকারের সহযোগিতায় পুর নিগম ইতিমধ্যে বেশ কিছু পুকুর সংস্কার করে মানুষের ব্যবহারের উপযোগী করে দিয়েছে। সেই মতো উজান অভয়নগর বাজার লেকের সংস্কারের কাজেও হাত দিয়েছে পুর নিগম ও স্মার্ট সিটি। অমৃত ২.০ প্রকল্পের অধীনে লেকের পূনরুজ্জীবন ও সৌন্দর্যায়ন কাজের জন্য “ভূমি পুজা” হয় সোমবার। পুর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের অধীন লেকটি। প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এদিন ভূমি পূজায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা।