তেলিয়ামুড়া প্রতিনিধি :-
প্রাথমিক সংস্কারের মধ্য দিয়ে তিন দিন পর পরীক্ষামূলক ভাবে পুনরায় আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে কিছু সংখ্যক যানবাহনকে চলাচলের জন্য ছাড়া হয়। যদিও, অতীতের মত সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরেনি জাতীয় সড়ক। আঠারোমুড়া পাহাড়ের ৪৭ মাইল এলাকায় জাতীয় সড়ক মাঝ বরাবর ফেটে চৌচির হয়ে যাওয়ায় গত তিন দিন ধরে জাতীয় সড়ক ধরে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ ছিল। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় আপামর রাজ্যের সাধারণ জনগণকে। যদিও প্রাথমিক সংস্কারের মধ্য দিয়ে শনিবার রাত থেকেই জাতীয় সড়কে আটকে থাকা হাজার হাজার গাড়িগুলির মধ্য থেকে কিছু কিছু গাড়ি যাতায়াতের জন্য ছাড়া হচ্ছিল। রবিবারও একই অবস্থা রয়েছে বলে জানা যায়। কিন্তু পুনরায় কবে নাগাদ সেই পুরনো ছন্দে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে। তবে ঘটনাস্থলে রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা উপস্থিত থেকে দাবি করেন যে অতিদ্রুতই অর্থাৎ আগামী সোমবারের মধ্যে জাতীয় সড়ক ফিরবে তার পুরনো ছন্দে। অন্যদিকে, অতিদ্রুত যেন জাতীয় সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়ে যায় তার জন্য ৪৭ মাইল এলাকায় অবস্থিত শিব মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।।