তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
বন্যার কবলিত গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে পরিস্থিতি যেমন চলছে ঠিক একই রকম ভাবে নানা জায়গায় নানা প্রকারের সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সমূহ বন্যা দূর্গতদের পাশে দাঁড়াচ্ছে। ঠিক এরকম ভাবে বন্যায় দূর্গতদের পাশে দাঁড়ালো বিজেপি দলের কর্মীরা সহ তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও তেলিয়ামুড়ার একাংশ সুনাগরিকেরা। বৃহস্পতিবার দুপুরে তেলিয়ামুড়া বিধানসভা এলাকার সবকটি শরণার্থী শিবিরে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় নিজে উপস্থিত থেকে শরণার্থীদের খোঁজ খবর নেন এবং উনার উপস্থিতি’তে তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও এলাকার একাংশ সুনাগরিকে’রা বন্যা দূর্গতদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে। ঝড় বৃষ্টি এবং বন্যার ভ্রুখুটিকে অপেক্ষা করে যেভাবে বিধায়িকা কল্যাণীর সাহা রায় সহ একাংশ যখন সহযোগিতা এবং সহানুভূতির বার্তা নিয়ে সমাজের মধ্যে ব্যাতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে তখন তা কিন্তু নিশ্চিত ভাবেই সাধুবাদের যোগ্য।
এদিন বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা তেলিয়ামুড়া পুর পরিষদের সহকারী পুর পিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় ও গোপাল বর্মন, মন্ডলের অফিস সম্পাদক সুমন ঘোষ, প্রজেশ সরকার সহ অন্যান্যরা।।