Wednesday, October 16, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদগত ৪৮ ঘন্টা ধরে ভারী বর্ষণের ফলে খোয়াই মহকুমার বিভিন্ন অঞ্চল বন্যায়...

গত ৪৮ ঘন্টা ধরে ভারী বর্ষণের ফলে খোয়াই মহকুমার বিভিন্ন অঞ্চল বন্যায় কবলিত হয়ে পড়েছে । খোলা হয়েছে বেশ কয়েকটি ত্রাণ শিবির ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২১শে আগস্ট……গত ৪৮ ঘন্টা ধরে ব্যাপক বৃষ্টিপাতের ফলে রাজ্য জুড় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর থেকে বাদ পড়নি খোয়াই মহাকুমাটিও। ব্যাপক বৃষ্টিপাতের ফলে খোয়াই মহাকুমার বিস্তীর্ণ নিম্ন ভুমি নদীর জলে প্লাবিত । খোয়াই নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে তা দেখে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত মাইক যুগে খোয়াই বাসীকে সচেতন করা হচ্ছে বিশেষ করে যারা নদী এলাকায় বসবাস করে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে ।এই বন্যার কারণে খোয়াই মহাকুমার বিভিন্ন অঞ্চলের বাড়িঘর জলের তলায় চলে গেছে বিশেষ করে খোয়াই শহরের উপকেন্দ্র শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠ সংলগ্ন বামফ্রন্টের সদর কার্যালয এবং পুর পরিষদের সামনে জলমগ্ন এছাড়া জামিরা সোনাতলা বাসুদেব বাড়ি বন করে এলাকার বিভিন্ন বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে । তাতে করে বেশ কয়েকটি শিবির খুলতে হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ওই সব শিবিরের বিভিন্ন এলাকার লোকজন গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাবার-দাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানা যায় ।এই বন্যার ফলে খোয়াই মহকুমা জুড়ে কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে । এই বন্যার ফলে বিভিন্ন এলাকার কৃষি জমি, ধানখেত, পুকুর সবকিছু জলে তলিয়ে যায় । অন্যদিকে খোয়াই বনকর এলাকার বাঁধ উপর দিয়ে যান চলা চল না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বেরিগেট করে দেওয়া হয়েছে যাতে করে কোন অজ্ঞতা কারণে বাঁধ ভেঙ্গে না যায় । অন্যদিকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পাশাপাশি খোয়াই মন্ডলের কর্মকর্তারাও বেরিয়ে পড়েন বিভিন্ন এলাকা পরিবেশন করতে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস সহ মন্ডলের অন্যান নেতৃত্বরা । বন্যার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন খোয়াই মহাকুমা জুড়ে ব্যাপক বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে । এর ফলে মহাকুমা এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।এই বন্যার ফলে মহাকুমার সমস্ত কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত এই পরিস্থিতিতে সরকার কৃষকদের পাশে থাকবে বলে তিনি নিশ্চিত। এই বন্যার পরিস্থিতিতে সরকার জনগণের পাশে রয়েছে এবং সব ধরনের সাহায্য করে চলেছে । গত ৪৮ ঘন্টা ধরে বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকা বন্যায় কবলিত হয়ে পড়েছে সেগুলোও তারা পরিদর্শন করেছেন বিভিন্ন জায়গায় শরণার্থী শিবির খোলা হয়েছে পহরমুড়া, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বাসুদেব বাড়ি এই সমস্ত এলাকায় পৃথিবীর খোলা হয়েছে এবং অনেক পরিবার এই শিবিরে আশ্রয় নিয়েছে । এই সমস্ত শরণার্থী শিবির গুলিতে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে । শিবিরে আসা মাত্রই তাদেরকে চিড়া, গুড় খিচুড়ি সময় সময় ভাত ও ডিমের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এই বিষয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এও বলেন সরকারের পাশাপাশি বিজেপি দলের সমস্ত কর্মীরা অসহায় মানুষের পাশে রয়েছে । এবং মন্ডলের প্রতিনিধি সমস্ত শিবির গুলি পরিদর্শন করেছেন এবং সমস্ত এলাকা জুড়ে বন্যার কি প্রভাব ফেলেছে তা পরিদর্শন করেছেন বলে জানান এবং শরণার্থী শিবিরের থাকা লোকজনের সমস্ত সুবিধা ও অসুবিধা গুলির খোঁজখবর নিচ্ছেন এবং তাদের যদি কোন সমস্যা থাকে সেই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়েও চেষ্টা করছেন । মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বারবার একটা কথাই বলছেন ভয়াবহ বন্যার ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা আগামী দিন সরকারের পক্ষ থেকে সাহায্য করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে যাতে করে তারা সোজা হয়ে দাঁড়াতে পারে । তিনি আশাবাদী এই বিপদের দিনে রাজ্য সরকার সবার পাশে দাঁড়াবেন ।এই বন্যা পরিস্থিতির ফলে মহকুমা বিভিন্ন এলাকার ক্ষেত খামার পুকুর ডুবে যাওয়ার ফলে কৃষকদের পক্ষ ক্ষতি হয়েছে ওই সকল কৃষকদের পাশে সরকার থাকবে বলে তিনি জানান এবং তিনি সমস্ত খোয়াই-বাসীর কাছে আবেদন করেন এই শংকট জনক পরিস্থিতিতে সবাই যেন একে অপরকে পাশে থেকে সাহায্য করে অন্যদিকে বিজেপি দলের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে মন্ডল কার্যকর্তা সহ সমস্ত কার্যকর তারা সতর্ক ও সজাগ রয়েছেন যাতে করে যেকোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে পারে এর জন্য প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন শরণার্থী শিবির থেকে শুরু করে বন্যা পরিস্থিতির সমস্ত কিছুর উপর ।তনি আসা বাদি আগামী কিছুদিনের মধ্যেই এই পরিস্থিতি থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া যাবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য