বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ই আগস্ট…….বৃহস্পতিবার সকাল ৯ টায় খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে খোয়াই বিমানবন্দর মাঠে পালিত হল ৭৮তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি। এই দিন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়া এই দিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলাশাসক চাঁদনী চন্দন, মহাকুমা শাসক মেঘা জৈন বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা পুলিশ সুপার রমেশ চন্দ্র যাদব সহ অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী বিকাশ দেববর্মা বিমানবন্দর মাঠের প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন কুচ কাওয়াজে অংশগ্রহণ করেন এবং শেষে জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন আজ সারা ভারতব্যাপী ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে যা আমাদের কাছে খুবই গর্বের বিষয় অথচ এই স্বাধীনতা আনতে গিয়ে ১৯৪৭ সালে দেশের অগণিত জনগণ এবং দেশ ভক্তরা দেশের জন্য আত্ম বলিদান দিয়েছেন ।শুধু তাই না দেশের অখন্ডতা বজায় রাখার জন্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের চিনতা ভাবনা ছেড়ে দেশ মাতার জন্য রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল আজ ৭৮তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে ওই সমস্ত দেশ ভক্তদের শ্রদ্ধার শহীত স্মরন করে তাদের প্রতি প্রণাম জানান, এবং মন্ত্রী এও বলেন দেশের স্বাধীনতা সংগ্রামীদের ভুলে গেলে চলবে না ওদের আত্মত্যাগের কারণই আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে তাই আমাদের কর্তব্য তাদেরকে শ্রদ্ধার শহীত স্মরণ করা এই দিন বিমানবন্দর মাঠ বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র ছাত্রীরা দেশাত্মবোধক গান এবং নৃত্য পরিবেশন করেন। এরপর অনুষ্ঠান শেষে মন্ত্রী খোয়াই জেলা হাসপাতাল খোয়াই শোধনাগার এবং আমপুরা স্হিত ছাত্রাআবাসের ছাত্রহের মধ্যে মিষ্টি বিতরণ করেন এবং এই দিন বিকেলে বিমানবন্দর মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এক কথায় খোয়াই মহকুমা জুড়ে ব্যাপক আনন্দের সহিত সমস্ত অংশের মানুষ নিজ নিজ আঙ্গিকে জাতীয় পতাকা উত্তোলন করে ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করতে দেখা গেছে ।