Monday, September 9, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবর্তমানে বাংলাদেশের সঙ্কটাপন্ন পরিস্থিতিতে মানুষের জন্য সংহতি প্রকাশ করে খোয়াইয় রবীন্দ্রচর্চা ভবনের...

বর্তমানে বাংলাদেশের সঙ্কটাপন্ন পরিস্থিতিতে মানুষের জন্য সংহতি প্রকাশ করে খোয়াইয় রবীন্দ্রচর্চা ভবনের উদ্যোগে আলোচনাসভা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১২ই আগস্ট……. সাম্প্রতিক কালে বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনার কারণে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে শংকটাপণ্য বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছে খোয়াইয়ের রবীন্দ্রচর্চা ভবন।রবিবার খোয়াই প্রেস ক্লাবে স্থানীয় রবীন্দ্রচর্চা ভবনের উদ্যোগে আয়োজিত এক মনোজ্ঞ আলোচনাসভায় বক্তাদের কথার মাধ্যমে উঠে আসে পাশের রাষ্ট্র বাংলাদেশের সঙ্কটাপন্ন মানুষের জন্য সেই সংহতির বার্তাই।বক্তারা বলেন পড়শিরা যদি ভালো না থাকে তাহলে আমরাও কি ভালো থাকতে পারি ? তাই সঙ্কীর্ণ পরিসরে হলেও রবীন্দ্রচর্চা ভবনের এই মহতী উদ্যোগ আমাদেরকে সেই সামাজিক দায়বদ্ধতার কথাই স্মরণ করিয়ে দেয়।সেই দিক থেকে আয়োজকদের আয়োজন যত ক্ষুদ্রই হোক না কেন এই ধরনের আলোচনার উদ্যোগ এক ব্যাতিক্রমী আয়োজন নিঃসন্দেহে।বাংলাদেশ ভারত সৌহার্দ্য উদ্যোগ শীর্ষক আলোচনাসভায় এই দিন সভাপতি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রিয়তোষ ঘোষ।আলোচনার সূত্রপাত করে স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্রচর্চা ভবনের কর্ণধার ও পরিচালক লেখক ও সমাজ কর্মী মলয় চক্রবর্তী।মূখ্য আলোচক ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস।তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন জীবনের যে কোন সমস্যা নিয়ে যে কোন পেশার লোক আন্দোলন করতেই পারে।কিন্তু সেই আন্দোলন যদি গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে স্বেচ্ছাচারীতার পথে এগিয়ে গিয়ে ধ্বংসাত্মক কাজে উৎসাহ যোগায় তাহলেই খুবই বিপদ।আর বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে এটাই ঘটেছে।আন্দোলনের রাশ সংগঠকদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে সুযোগ সন্ধানীরা।ওরা এক বা একাধিক রাজনৈতিক শক্তির লোকও হতে পারে।আর ঠিক এই কারণেই নিরীহ মানুষের মৃত্যুর মিছিল।তার সাথে আগুনের লেলিহান শিখায় ধ্বংসস্তূপে পরিণত হয় সভ্যতা,কৃষ্টি ও সংস্কৃতি।সরকারী বেসরকারী সম্পদের অবাধ লুঠতরাজ চলতে থাকে।বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির অপমান আর অবমাননা এসব মানা যায়না এর প্রতিবাদ তো করতেই হবে।আশা করি পড়শি দেশে শীঘ্রই ফিরবে শান্তি সুস্থিতি।সরকারে কে আসীন হতে হবে সেটা তো পৃথক বিষয় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক ও সমাজ কর্মী প্রদ্যুৎ ভট্যাচার্য্য, সমাজসেবী মানিক দেবনাথ ও প্রাবন্ধিক জহর লাল দাস।আলোচনাসভার শুরুতেই বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির কারণে নিহতদের স্মৃতির প্রতি নীরবতা পালন করে শ্রদ্বা জ্ঞাপন করা হয়।উপস্থিত ছিলেন জেলা শহরের লেখক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন অংশের সমাজ সচেতন ব্যাক্তিরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য