Monday, September 9, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াইতে টি জি টি এ শিক্ষকদের উদ্যোগে রক্তদান শিবির

খোয়াইতে টি জি টি এ শিক্ষকদের উদ্যোগে রক্তদান শিবির

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই১২ই
আগস্ট…… রবিবার খোয়াইতে এক শিবিরের মাধ্যমে রক্ত দিলেন শিক্ষক শিক্ষিকারা।এই দিন খোয়াই টি জি টি এ ,এইচ বি রোড এর খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্য্যালয়ের হলঘরে আয়োজিত হয় এক রক্তদান শিবির।এই দিন সংগঠনের সদস্য ,সদস্যা ,শিক্ষক শিক্ষিকারা সহ মোট একুশ জন এই দিনের শিবিরে রক্তদান করেন।রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোয়াই পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন সুখেন্দু বিকাশ দে।রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করার জন্য জন্য আয়োজক সংগঠনকে অভিনন্দন জানান ও রক্তদাতাদের সামাজিক দায়বদ্ধতার জন্য তাদেরকে অভিনন্দন জানান।এছাড়াও বক্তব্য রাখেন টি জি টি এ এইচ বি রোড এর খোয়াই বিভাগীয় সম্পাদক দুলাল আচার্য্য ও খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ মনোজিত দেবনাথ।এছাড়াও এই দিনের রক্তদান শিবিরের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস এরা সবাই রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।ওই দিন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন টি জি টি এ এইচ বি রোড এর বিভাগীয় সভাপতি রণনেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য