Saturday, September 14, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদনির্বাচনের সরব প্রচার শেষ হওয়ার প্রায় শেষ লগ্নে কৃষ্ণপুর বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা...

নির্বাচনের সরব প্রচার শেষ হওয়ার প্রায় শেষ লগ্নে কৃষ্ণপুর বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা কর পরিস্থিতি

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচার শেষ হওয়ার প্রায় শেষ লগ্নে কৃষ্ণপুর বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা কর পরিস্থিতি।
কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রবিবার দলের পঞ্চায়েত সমিতি আসনে প্রতিদ্বন্দ্বিতা কারী ২ প্রার্থীর উপর শাসকদলের যুব সংগঠনের কর্মী সমর্থকেরা অতর্কিতভাবে আক্রমণ সংঘটিত করে, যদিও বিজেপি দলের কৃষ্ণপুর যুব মোর্চার মন্ডল সভাপতি নির্মল দেবনাথ গোটা অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুড়া থানা চত্বরে কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া দাবি করেছেন,, কৃষ্ণপুর বিধানসভার মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সন্নিকটে দলের পঞ্চায়েত সমিতির ২ প্রার্থী বিপ্লব সরকার এবং অসিত সরকারের উপর আক্রমণ সংঘটিত করা হয়েছে। তিনি আরো দাবি করেছেন যুব মোর্চার কর্মী সমর্থকরা সম্মিলিতভাবে এই আক্রমণ সংঘটিত করেছে।
পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারি বিপ্লব সরকার দাবি করেছেন উনি এবং অসিত সরকার যখন মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর সামনে যাচ্ছিলেন তখন পেছন থেকে ধাওয়া করে তাদের ওপর যুব মোর্চার কর্মী সমর্থকেরা আক্রমণ সংঘটিত করে।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এর সাথে কংগ্রেস দলের নেতৃত্বরা কথা বলে সুবিচার প্রার্থনা করেছেন।
এদিকে স্বাভাবিক কারণেই নির্বাচনের একটি প্রাক মুহূর্তে দুই রাজনৈতিক দলের মধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যুব মোর্চার কৃষ্ণপুর মন্ডল সভাপতি নির্মল দেবনাথ দাবী করেছেন এই সমস্ত ঘটনার পেছনে যুব মোর্চার কর্মী বা সমর্থকরা দায়ী নয়। তিনি আরো দাবী করেছেন যুব মোর্চার কর্মী সমর্থকেরা বরাবরই সমাজ গঠনের জন্য কাজ করছেন এই প্রকারের অনভিপ্রেত কাজ কখনোই যুব মোর্চা করে না এমনটাই দাবি শ্রী দেবনাথের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য