Saturday, January 18, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস মোকাবেলা করতে রাজ্য কংগ্রেস দলের উদ্যোগ আশীষ কুমার...

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস মোকাবেলা করতে রাজ্য কংগ্রেস দলের উদ্যোগ আশীষ কুমার সাহার নেতৃত্বে খোয়াইতে এক কমিটি গঠন করা হয়।

খোয়াই প্রতিনিধি ৩১শে জুলাই……বুধবার বিকেল তিনটা নাগাদ খোয়াই ব্লক কংগ্রেস কার্যালয়ে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত কে কেন্দ্র করে কর্মীদের নিয়ে একটি বৈঠক করলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এই বৈঠকে প্রদেশ সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি তথা প্রাক্তন শিক্ষক প্রদ্যুৎ ভট্টাচার্য বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী ননীগোপাল দেবনাথ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি যতীন্দ্র গোপ সহ অন্যান্যরা। এই সভাতে আসা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ ই অগাস্ট এই নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পত্র জমা যখন শুরু হয় তখন ৩৫ টি ব্লকে মনোনয়নপত্র প্রদান করার ক্ষেত্রে প্রার্থী প্রস্তাবক ও দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে হজ্জুতির শিকার হয়েছে। জেলা পরিষদের ক্ষেত্রে মনোনয়নপত্র জমা দিতে পারলও পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রদানের ক্ষেত্রে আক্রমণের শিকার হতে হয়েছে। এমনকি তিনি আরো বলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ সারা রাজ্যের কর্মী সমর্থকরা আক্রমণের শিকার হয়েছে। তারপরও যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য প্রবল চাপ সৃষ্টি করা হয়। এই সমস্ত কারণে প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা বলেন ৩৩৮৩ টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়নপত্র জমা দিতে পারেনি তারা বলে জানান। যে কয়টি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থী প্রদান করা হয় সেই সকল কংগ্রেস মনোনীত প্রার্থীদের কে সন্ত্রাসক মোকাবেলা করার মাধ্যমে রাজ্য কংগ্রেস কমিটির উদ্যোগে প্রতিটি জেলায় জেলায় রাজ্য কমিটির পক্ষ থেকে সেখানে যাওয়া হচ্ছে । এই কর্মসূচির অঙ্গ হিসাবে বুধবার খোয়াই ব্লক কংগ্রেস কার্যালয় কর্মীদের নিয়ে এক বৈঠক করবেন বলে জানান আশীষ কুমার সাহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য