Sunday, March 16, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই মন্ডলের উদ্যোগে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াই জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির...

খোয়াই মন্ডলের উদ্যোগে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াই জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনের প্রার্থীদের সমর্থনে খোয়াই চা বাগান এলাকায় একজন সভা অনুষ্ঠিত হয়।

খোয়াই প্রতিনিধি ২৮শে জুলাই…..রবিবার বিকেলে খোয়াই ব্লকের অন্তর্গত ১ নং জিলা পরিষদ এবং ১ নং পঞ্চায়েত সমিতি ও ১৩ নং পঞ্চায়েত সমিতির আসনের প্রার্থীদের সমর্থনে জয় যুক্ত করার লক্ষ্যে রবিবার বিকেল পাঁচ ঘটিকায় খোয়াই চা বাগান এলাকাতে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।উক্ত জনসভাতে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই মন্ডলের সম্পাদক তাপস কান্তি দাস,জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রমেন সাঁওতাল, ১ নং জিলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থী বর্ষা দেববর্মা। ১ নং পঞ্চায়েত সমিতির প্রার্থী সঙ্গীতা দেববর্মা ও ১৩ নং পঞ্চায়েত সমিতির প্রার্থী তাপস কান্তি দাস,পুর কাউন্সিলর শঙ্কু পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী ৮ ই অগাস্ট রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই নির্বাচন কে সামনে রেখে রাজ্যের অধিকাংশ পঞ্চায়েত গুলি শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হলেও অধিকাংশ জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে বিরোধী দল গুলি তাদের প্রার্থী প্রদান করেছে। সেই আসন গুলিকে জয়যুক্ত করার লক্ষ্যে খোয়াই এর বিভিন্ন এলাকাগুলিতে শাসকদল বিজেপির প্রচার অভিযান চলছে জোর কদমে।রবিবার বিকেলের এই নির্বাচনি জনসভাতে আলোচনা রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এবং মন্ডল সম্পাদক তাপস কান্তি দাস বিগত দিনের অর্থাৎ তৎকালীন সময় বামফ্রন্টের জামানায় যেভাবে পঞ্চায়েত পরিচালনা করা হতো এবং পঞ্চায়েতের বামফ্রন্টের স্বদলীয় কর্মকর্তাদের পঞ্চায়েত পরিচালনার বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন তারা বলবার চেষ্টা করেন তৎকালীন সময় গ্রামের মানুষজন প্রাণ খুলে কথা বলতে পারিনি। কিন্তু গত সাত বছরে অর্থাৎ শাসক দল বিজেপির রাজ্য পরিচালনা করার সময় জনগণ প্রাণ খুলে কথা বলার সাহস রাখেন। তাই উনারা এই জনসভায় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এই এলাকার গণদেবতা দের কাছে আহ্বান রাখেন।যাতে আগামী দিন গ্রাম সরকার গঠন করে গ্রামের মানুষের উন্নতির স্বার্থে গ্রাম সরকার কাজ করতে পারে তাই তাদের হাতকে আরো মজবুত করতে আহ্বান জানান উপস্থিত নেতৃত্বরা এই জনসভা থেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য