Friday, February 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজনতার সহযোগিতায় পুলিশের জালে আটক কুখ্যাত ড্রাগস কারবারী তথা পূর্বের এক গণধর্ষণ...

জনতার সহযোগিতায় পুলিশের জালে আটক কুখ্যাত ড্রাগস কারবারী তথা পূর্বের এক গণধর্ষণ মামলার অভিযুক্ত গনি মিয়া

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
যুব সমাজের উপর থেকে মরণ নেশা ড্রাগসের প্রকোপ কমাতে আবারো ময়দানে সচেতন আমজনতা। আবারো জনতার সহযোগিতায় পুলিশের জালে আটক কুখ্যাত ড্রাগস কারবারী তথা পূর্বের এক গণধর্ষণ মামলার অভিযুক্ত গনি মিয়া। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়।অভিযোগ, দীর্ঘদিন ধরেই চাকমাঘাট এলাকায় নিজের নেশার সাম্রাজ্য বিস্তার করে মরণ নেশা ড্রাগসের ব্যবসা চালাচ্ছিল কুখ্যাত এই গনি মিয়া। অতীতেও পুলিশ বহুবার অভিযান চালিয়ে মরণ নেশা ড্রাগস সহ এই গনি মিয়া’কে জালে তুলেছিল। চাকমাঘাট এলাকায় মরণ নেশা ড্রাগসের এই রমরমা প্রত্যক্ষ করতে পেরে এলাকার সচেতন জনগণ সোমবার সঙ্ঘবদ্ধ ভাবে ড্রাগস কারবারি গনি মিয়ার চাকমাঘাট স্থিত বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে গনি মিয়া’কে এলাকার লোকজন আটক করে উত্তম মাধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে এই ঘটনার খবর পাঠায়। তৎসঙ্গে ড্রাগসের নেশার সঙ্গে জড়িত আরো তিন যুবককেও আটক করে এলাকার লোকজন।এই ঘটনার ব্যাপারে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ সংবাদ মাধ্যমকে জানায়,,, এই খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গনি মিয়া সহ হিরো দেববর্মা, বয়ার দেববর্মা, ইসুহা মারাক নামের ওই তিন ড্রাগসের নেশার সঙ্গে জড়িত যুবকদের কেও আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ। রাজিব বাবু আরো জানান যে, গনি মিয়ার নামে NDPS মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে, সেই ওয়ারেন্টের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ গনি মিয়া’কে গ্রেফতার করেছে এবং বাকি তিনজনকে পৃথক ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্বে তেলিয়ামুড়া মহকুমার এক জনজাতি যুবতীকে গণধর্ষণ করার অভিযোগে দায়ের কৃত ধর্ষণ মামলায়ও অভিযুক্ত ছিলেন এই কুখ্যাত ড্রাগস কারবারি গনি মিয়া।এখানে বলাই বাহুল্য কুখ্যাত ড্রাগস কারবারি এই গনি মিয়া গ্রেফতার হওয়ায় এলাকার লোকজনদের মধ্যেও স্বস্তির ভাব পরিলক্ষিত হয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য