Wednesday, February 12, 2025
বাড়িখবররাজ্যরাজ্যের সম্ভাবনাময় খেলোয়ারদের প্রতিনিয়ত উৎসাহ জুগিয়ে যাবে আগরতলা স্পোর্টস জার্নালিস্টস্ ক্লাব

রাজ্যের সম্ভাবনাময় খেলোয়ারদের প্রতিনিয়ত উৎসাহ জুগিয়ে যাবে আগরতলা স্পোর্টস জার্নালিস্টস্ ক্লাব

রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের প্রখ্যাত দুই ক্ষুদে দাবাড়ু অর্শিয়া দাস ও আরাধ্যা দাস এবং ভিন্নভাবে সক্ষম দুই প্যারা সাতারু বিনীত রায় এবং সমীর বর্মনকে সংবর্ধনা জানাল নবগঠিত আগরতলা স্পোর্টস জার্নালিস্টস্ ক্লাব।অনুষ্ঠানের প্রথমে স্বাগত ভাষণ রাখেন আগরতলা স্পোর্টস জার্নালিস্টস্ ক্লাবের সম্পাদক সন্তোষ গোপ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট দুই সাংবাদিক অলক ঘোষ ও প্রণব সরকার এবং ত্রিপুরার প্রখ্যাত মহিলা ক্রিকেট কোচ শ্রাবণী দেবনাথ। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে অলক ঘোষ এবং প্রণব সরকার ক্রীড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতাবৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এরা আশা ব্যক্ত করে বলেন, সদ্যগঠিত আগরতলা স্পোর্টস জার্নালিস্টস্ ক্লাব সদস্যদের পেশাগত উৎকৃষ্টতা বাড়ানোর পাশাপাশি রাজ্যের সম্ভাবনাময় খেলোয়ারদের প্রতিনিয়ত উৎসাহ জুগিয়ে যাবে। সম্বর্ধনা অনুষ্ঠানে পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি শান্তনু বণিক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য