Friday, October 18, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদ১৫ দিনের শিশু সন্তানকে ফিরে পেতে অসহায় মায়ের আর্তনাদ! ঘটনা তেলিয়ামুড়া থানা...

১৫ দিনের শিশু সন্তানকে ফিরে পেতে অসহায় মায়ের আর্তনাদ! ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার ত্রিশাবাড়ি এলাকায়।

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ

শ্বশুর বাড়িতে নির্যাতিত হয়ে ১৫ দিনের শিশু সন্তানকে ফিরে পেতে অসহায় মায়ের আর্তনাদ! ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার ত্রিশাবাড়ি এলাকায়।
অভিযোগ মূলে খবরে প্রকাশ,, তেলিয়ামুড়া থানা এলাকার ত্রিশাবাড়ি এলাকার জয়ন্ত দাস নামের এক যুবকের সঙ্গে মনু থানাধীন মাছলি এলাকার গৌরী দাসের সামাজিক রীতিনীতি মেনে আজ থেকে এক বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় অর্থাৎ আজ থেকে ১৫ দিন পূর্বে জয়ন্ত এবং গৌরীর কূল আলো করে ফুট ফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু কন্যা সন্তান জন্ম হওয়ার পর থেকেই জয়ন্ত এবং গৌরীর দাম্পত্য জীবনে মেঘের কালো ছায়ার মতো নেমে আসে অশান্তি। শুরু হয় গৌরীর উপর জয়ন্তর শারীরিক ও মানসিক অত্যাচার। শুক্রবার দিনভর এবং শনিবার অত্যাচারের মাত্রা এতটাই তীব্র ছিল শেষ পর্যন্ত বাধ্য হয়ে অসহায় গৌরী তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। গৌরীর বক্তব্য, জয়ন্ত এবং তার পরিবারের সদস্যরা মিলে গৌরী ও তার মাকে শারীরিকভাবে নিগ্রহ করে এবং তাদের ১৫ দিনের সদ্যোজাত কন্যা সন্তান’কে জোরপূর্বক জয়ন্ত সহ তার পরিবারের লোকজনেরা রেখে দেয়। অসহায় গৌরী এবং তার মা বর্তমানে তেলিয়ামুড়া থানার শরণাপন্ন, ১৫ দিনের সেই কন্যা সন্তানটিকে যেন পুলিশ উদ্যোগ গ্রহণ করে তার কোলে ফিরিয়ে দেয়। পাশাপাশি জয়ন্ত’র সহ তার পরিবারের এই বর্বরোচিত ঘটনাটি সঠিক তদন্ত করে ব্যাবস্থা গ্রহণে উদ্যোগী হয় প্রশাসন। অন্যদিকে তেলিয়ামুড়ার শুভ বুদ্ধি সম্পন্ন সচেতন জনগণ অসহায় গৌরীর পাশে মহিলা কমিশনের উপস্থিতি কামনা করছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য