Wednesday, October 16, 2024
বাড়িখবররাজ্যবাইক সহ পুলিশের জালে আটক এক কুখ্যাত বাইক চোর

বাইক সহ পুলিশের জালে আটক এক কুখ্যাত বাইক চোর

গোপন সংবাদের ভিত্তিতে এক কুখ্যাত বাইক চোরকে আটক করল পুলিশ। চুরি করতে এসে ধরা পড়ল চোর। উল্লেখ্য গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া নম্বরবিহীন বাইক সহ দুই জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছিল পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাঁদের মধ্যে একজন বাংলাদেশী বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস।পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কিছুদিন আগে চুরি যাওয়া নম্বর বিহীন বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন, চান্দিনামুড়ার বাসিন্দা আলমগির হোসেন এবং বাংলাদেশী অরিজিৎ হোসেন। এদিন তিনি বলেন, সি সি টিভি খতিয়ে দেখে আরো কিছু চোরকে চিনিহীত করি । অফিস লাইন থেকে বাইক চুরি করতে এসে ধরা পরে সে । তার নাম সমীর মল্লিক। তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আরো দুটি বাইক জিরানিয়া থেকে উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি ।পাশাপাশি তিনি আরো জানান এই চুরি কাণ্ডে আরো অনেকেই জড়িত আছে ,তাদের খুব শীঘ্রই জালে তোলা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য