তেলিয়ামুড়া প্রতিনিধি—
বিপুল জন জোয়ারের মধ্যে দিয়ে মনোনয়ন পত্র জমা দিল তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীন ১৭টি গ্ৰাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বিজেপি দলের মনোনীত প্রার্থী’রা। মঙ্গলবার তেলিয়ামুড়া টাউন হলের সামনে থেকে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের কর্মী সমর্থকেরা তেলিয়ামুড়া বিধানসভা এলাকার সাতটি পঞ্চায়েতের ৭৭ জন বিজেপি প্রার্থীদের নিয়ে এবং পাঁচজন পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীদের নিয়ে সু-সজ্জিত র্যালী দলীয় সজ্জায় সজ্জিত হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লক অফিসে মনোনয়ন পত্র দাখিল করে। এদিন এই মনোনয়ন পত্র দাখিল ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিন মনোনয়ন দাখিলের সময় বিজেপি মনোনীত প্রার্থীদের সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের সহ সভাপতি নিতিন কুমার সাহা , সম্পাদক গোপাল বর্মন, বিজেপি নেতা সুমন ঘোষ,প্রজেশ সরকার, মধুসূদন রায় সহ অন্যান্য নেতৃত্বরা।
মনোনয়ন পত্র দাখিল শেষে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তেলিয়ামুড়া ব্লকের অধীন সবকটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি রেকর্ড সংখ্যক ভোটের ব্যাবধানে বিজেপি দলের প্রর্থীদের জয় নিশ্চিত বলে দাবি বিজেপি নেতাদের।