বাসুদেব ভট্টাচার্জি খোয়াই ৩রা জুলাই……বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সংগঠনের উদ্যোগে ১৩ জন সদস্যকে নিয়ে খোয়াই জেলা কমিটি গঠিত হয় মঙ্গলবার। খোয়াই জেলার শিক্ষকদের নিয়ে তেলিয়ামুড়া মহাকুমার অন্তর্গত ইচারবিল দ্বাদশ শ্রেনি বিদ্যালয়ে এই দিন এক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে সভাপতিত্ব করেন বর্ষীয়ান শিক্ষক তথা সমাজসেবী হরেন্দ্র দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কমিটির কনভেনার মনোজ রায়, সদস্য পরীক্ষিৎ দে, রাজেশ রায় ও সদর জেলা কমিটির যুগ্ম কনভেনার বিপ্লব চক্রবর্তী। সর্বসম্মতিক্রমে খোয়াই জেলা কমিটির কনভেনার নিযুক্ত হন অবসরপ্রাপ্ত শিক্ষক হরেন্দ্র দেব ও যুগ্ম কনভেনার মনোনীত হন অবসর প্রাপ্ত শিক্ষক সজল ঘোষ। পেট্রন মেম্বার হিসেবে মনোনীত হন বিধায়িকা শ্রীমতি কল্যানী রায়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে শিক্ষক নৃপেন্দ্র দেব, আশুতোষ দেব, শ্যামল সাহা, জয়দেব দাস , পিন্টুদাস,বিক্রম দেবনাথ, পাপড়ি ভট্টাচার্য্য, সুতপা দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক সঞ্জিৎ কুমার দাস, পোষ্টমাষ্টার দীপক কুমার দাস ও অরুন কুমার দাস। বিধায়িকা মিটিংয়ে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারনে তিনি আজ উপস্থিত থাকতে পারেননি।এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে সংগঠন আগামী দিন কিভাবে কাজ করবে তার একটা রূপরেখা তৈরি করে এবং সেই মোতাবেক সমাজের জন্য কাজ করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হন।অন্যদিকে একইভাবে বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে মেধা অন্বেষা সংস্থার সহযোগিতায় তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ বিদ্যালয়ের হল ঘরে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিমেন্টারি এডুকেশনের দ্বায়িত্ব প্রাপ্ত মনোজ রায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীত কুমার দাস, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি প্রদীপ ধর, মেধা অন্বেষা সংস্থার খোয়াই এবং আগরতলা শাখা কমিটির সদস্য সহ অন্যান্যরা । এদিন প্রথমে বৃক্ষরোপনের গুরুত্ব সম্পর্কে বিদ্যালয়ের ছত্র ছাত্রী দের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের গাছ রোপন করেন উপস্থিত অতিথি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা