প্রবল বৃষ্টিপাতের জেরে মাটির ঘর ভেঙে মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল স্বামী-স্ত্রীর। নিহতরা হলেন ঝুমা তাঁতি, বয়স আনুমানিক ২৬ বছর এবং রাজেন তাঁতি ,বয়স আনুমানিক ৩৫ বছর ।এই ঘটনায় গুরুতর আহত তাদের দুই কন্যা সন্তান রিয়া তাঁতি বয়স ১৩ বছর এবং পিউ তাঁতি, বয়স মাত্র তিন মাস। ঘটনা মঙ্গলবার গভীর রাতে খয়েরপুরের মেগলি পাড়া পঞ্চায়েতের ধর্মটিলা এলাকায় ।ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিহত রাজেন তাঁতির ছোট ভাই জানান ,মঙ্গলবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে ।তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল ।তিনি পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন ।তার ভাই, বৌদি এবং দুই সন্তান অভিশপ্ত ঘরটিতে ঘুমিয়ে ছিল। হঠাৎ করে প্রচন্ড শব্দ শুনতে পান তিনি ।সাথে সাথে দরজা খুলে বাইরে বেরিয়ে এসেই দেখেন গোটা মাটির ঘর ধসে পড়েছে ।ভেতর থেকে বড় মেয়ে রিয়া তাতির চিৎকার শোনা যাচ্ছে। মাটির ঘর ধসে পরা শব্দে আশেপাশের মানুষজনরাও ছুটে আসেন ।সবাই মিলে ভেঙে পড়া মাটির দেওয়াল সড়িয়ে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান ।সেখান থেকে তাদের জিবি হাসপাতালে পাঠানো হয় ।জিবি হাসপাতালে গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তার বৌদির ঝুমা তাঁতি ।পরে ভোররাতে মৃত্যু হয় ভাই রাজেন তাঁতির। তিনি আরো জানান ,এই ঘটনায় গুরুতর আহত হয় তিন মাসের শিশু কন্যা পিউ তাতি ।বর্তমানে আশংকা জনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা বুধবার জিবি হাসপাতালে ছুটে আসেন ।এদিন ময়নাতদন্তের পর স্বামী ও স্ত্রীর মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয় ।ঘটনাকে কেন্দ্র করে মেঘলীপাড়া পঞ্চায়েতের ধর্মটিলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।