বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৩রা জুন…অন্যান্য বছরের ন্যায় এবারও খোয়াই দুর্গানগর স্থিত ভারত কল্যাণ সংঘ এ বছরও ক্লাবের নিজস্ব স্থায়ী মন্ডপ ঘরে ঘটা করে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান দিবসকে কেন্দ্র করে পূজার আয়োজন করেন। এই পূজা কে কেন্দ্র করের শনিবার সন্ধ্যায় খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদারের হাত দিয়ে শ্রী শ্রী লোকনাথ পূজা উদ্বোধন অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং রবিবার ঘটা করে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী লোকনাথ বাবার পূজার্চনা সুসম্পন্ন হয়।ভারত কল্যাণ সংঘ খোয়াই এর বনেদি ক্লাব গুলির মধ্যে একটি অন্যতম ক্লাব। ভারত কল্যাণ সংঘ খোয়াই এর অন্যান্য বনেদি ক্লাবগুলির তুলনায় সামাজিক কর্মকাণ্ড সম্পাদনের বিষয়ে কোন অংশে কম যায়না। অনেক পুরনো এই ক্লাবটি সামাজিক কর্মকাণ্ডে অনেকটাই এগিয়ে রয়েছে। এছাড়া শারদীয় দুর্গোৎসবে ভারত কল্যাণ সংঘ তাদের মন্ডপসজ্জা প্রতিমা আলোকসজ্জা খোয়াই এর মানুষের কাছে আকর্ষণীয় বিষয় হয়ে থাকে প্রতিবছরই সেই আকর্ষণীয় বিষয়টা কে জনসমক্ষে অর্থাৎ খোয়াই বাসীর সামনে তুলে ধরার ক্ষেত্রে ক্লাবের তৎকালীন কর্মকর্তা তথা বর্তমান প্রজন্মের কর্মকর্তারা সেই ধারাবাহিকতা বহাল রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর সঙ্গে ক্লাবের কর্মকর্তারা যুক্ত করেছেন প্রতিবছর এই সময়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবকে কেন্দ্র করে পূজার্চনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান। ক্লাবের কর্মকর্তারা জানান গত প্রায় ৩ দশক ধরে ভারত কল্যাণ সংঘের উদ্যোগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বিভিন্ন পূজার্চনা করে আসছেন মূলত খোয়াই এর জনগণের সার্বিক কল্যাণার্থে । এই পূজা কে কেন্দ্র করে দুর্গানগর এলাকার ভক্ত প্রাণ জনগণ সহ সমস্ত খোয়াই এর জনগণ উপচে পড়ে ভারত কল্যাণ সংঘের পূজা প্রাঙ্গনে। তাছাড়া ক্লাবের পূজা কমিটির উদ্যোগে মহা প্রসাদের ব্যবস্থাও করা হয় এই দিন এবং সবাই সানন্দে প্রসাদ গ্রহণ করেন। ক্লাবের পূজা কমিটির কর্মকর্তারা দাবি রাখেন আগামী দিনেও ভারত কল্যান সংঘের উদ্যোগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পূজা ও শারদীয় দুর্গোৎসব সহ দুর্গানগর তথা খোয়াইয়ের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সবসময় এগিয়ে থাকবেন বলে জানান ক্লাবের কর্তৃপক্ষরা।