খোয়াই প্রতিনিধি ২৫শে জুলাই…খোয়াই চাম্পা হওয়ার থানার অন্তর্গত দুটি এলাকা বেহালা বাড়ি ও খাটিয়াবারিতে বজ্রপাত হওয়ার ফলে ওই দুই এলাকার দুই মহিলা বজ্রাঘাতের কারণে গুরুতর অসুস্থ হয়ে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা রাতের পর মহাকুমা জুড়ে সামান্য বৃষ্টিপাত হয়েছে তার সাথে বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে ।এই বজ্রপাতের কারণে চম্পাহর থানাধীন দুটি এলাকাতে বজ্রপাতের কারণে দুজন মহিলা গুরুতর আহত হয় এরা হলেন বেহালা বাড়ির অন্তর্গত মথুরা বাড়ি এলাকার বাসিন্দা ছবি রানী দেববর্মা ৪৬ নিজ ঘরে কাজ করছিলেন হঠাৎই বজ্রপাতের কারণে নিজ ঘরে লুটিয়ে পড়েন শেষে পরিবারের লোকেরা বৃহস্পতিবার রাত আটটা নাগাদ খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে ।একইভাবে চাম্পা হওয়ার থানার অন্তর্গত খাটিয়াবারি এলাকার বাসিন্দা প্রিয় বালা দেববর্মা ৩৫ একটি নাম কীর্তনের অনুষ্ঠানে গিয়েছিলেন রাত আটটা নাগাদ সেখান থেকে ফেরার পথে রাস্তার মধ্যে হঠাৎই বজ্রপাতের কারণে গুরুতর আহত হয়ে পড়েন শেষে এলাকা বাসী ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে প্রিয়বলা দেববর্মাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে বজ্রাঘাতে আহত উভয়কে খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা ভর্তি করে এবং চিকিৎসা করছেন বলে জানান এবং তাদের অবস্থা কিছুটা স্থিতিশীল বলেও চিকিৎসক জানান।