প্রচারে মিলছে বিপুল সাড়া। ছাত্র-যুব–মহিলা-শিক্ষক-চা শ্রমিক- শ্রমজীবী সহ সব অংশের মানুষের সমর্থন মিলছে।আগাম জয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। প্রচারে বেরিয়ে একথা বললেন পশ্চিম জিলা পরিষদের ৭ নম্বর আসনের বিজেপি প্রার্থী জয় লাল দাস। তিনি বলেন বিশেষ করে কেন্দ্র-রাজ্য সরকারের উন্নয়ন এলাকার মানুষের আস্থা বিশ্বাস এবং বিজেপি কার্যকর্তাদের উৎসাহ- সব মিলিয়ে বিজেপির জয় নিশ্চিত।আগামী ৮ আগস্ট রাজ্যে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন।যদিও ইতিমধ্যেই ৭০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। বাকি যেগুলিতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেগুলোতেও ইতিমধ্যে প্রচারে অনেকটাই এগিয়ে বিজেপি প্রার্থীরা। বাড়ি বাড়ি প্রচার পাশাপাশি বাইক রেলি সহ ছোট ছোট সভায় জোর দিচ্ছে বিজেপি প্রার্থীরা। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের তপশিলী জাতি সংরক্ষিত ৭ নং আসনে বিজেপি – তিপ্রা মথা মনোনিত প্রার্থী জয়লাল দাস।এই কেন্দ্রে প্রার্থী রয়েছে সিপিআইএম ও কংগ্রেসের। কিন্তু প্রচারে অনেকটাই এগিয়ে জয়লাল দাস। বাড়ি বাড়ি ভোটারদের কাছে যাওয়ার পাশাপাশি মিছিল- ছোট ছোট সভা করছেন তিনি। দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।