তেলিয়ামুড়া প্রতিনিধি :-
তীব্র গরম থেকে মানুষজনকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া সংগঠনের উদ্যোগে লোকনাথ বাবার তিরোধান উৎসব উপলক্ষে তেলিয়ামুড়ার নেতাজিনগরে আয়োজিত মেলায় মানুষজনদের মধ্যে জল শরবত এবং চকলেট বিতরণ করা হয় রাবিবার। এদিন উপস্থিত ছিলেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া সংগঠনের ত্রিপুরা রাজ্য সভাপতি মন্দন হৃশি দাস, খোয়াই জেলা সভাপতি চিরঞ্জিত সরকার, উত্তর জেলা সভাপতি শিবা পাল সহ অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা। এদিন মেলায় আগত মানুষজনদের মধ্যে জল শরবত এবং চকলেট বিতরণ করে সংগঠনের কর্মীরা। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া সংগঠনের এদিনের এই উদ্যোগকে ঘিরে ব্যাপক ইতিবাচক সারা পরিলক্ষিত হয়।।