Monday, September 9, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদযুব মোর্চার এক কর্মসূচি কে কেন্দ্র করে তুলাসিখর এলাকায় বিজেপি ও তীপরা...

যুব মোর্চার এক কর্মসূচি কে কেন্দ্র করে তুলাসিখর এলাকায় বিজেপি ও তীপরা মথা দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ তাতে আহত ১জন।

খোয়াই প্রতিনিধি ১ লা জুন……আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি চলছে তারই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পারদ চড়তে শুরু করেছে।আর সেই চরা পারদের উত্তাপ গিয়ে আছেরে পড়েছে এক বিজেপির কর্মীর বাড়িতে শনিবার সকালে খোয়াই তুলা শিখর এলাকাতে। বিজেপি করার অপরাধে তিপরা মথার কিছু উশৃঙ্খল বাহিনীদের দ্বারা রক্তাক্ত হয় এক বিজেপি কর্মীর ছোট ভাই। ঘটনা শনিবার সকালে খোয়াই তুলাসীখর এলাকায়। ঘটনা বিবরনে জানা যায় যে যুব মোর্চার উদ্যোগে এক কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার অনুমানিক এগারোটা নাগাদ খোয়াই তুলাসীখর এলাকায় বিজেপি ও তিপরা মথা দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।এদিন সকাল দশটা নাগাদ তুলাশিখর লোকের অন্তর্গত পূর্ব রাজনগর এডিসি ভিলেজে বিজেপি ও তিপরা মথা দলেরঝগড়া বিবাদ শুরু হয় তাতে তিপড়া মথা দলের আশ্রিত কিছু দুষ্কৃতীরা তুলাশিখর ব্লকের ভাইস চেয়ারম্যান এর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বাড়িতে আগুন লাগিয়ে দেয়।অন্যদিকে দুষ্কৃতিকারীদের আগমনের আজকেবাড়ি থেকে পালিয়ে যায় ভাইস চেয়ারম্যান সুতম্বর দেববর্মা।তাকে বাড়িতে না পেয়ে দুষ্কৃতিকারীরা তার ছোট ভাই ও ভাইয়ের আট মাসের অন্তঃসত্তা স্ত্রীর আক্রমণ চালায় পাশাপাশি তাদের বাড়ির আশেপাশে বিজিবি কর্মীদের বাড়ি ঘরের উপর আক্রমণ চালায় তিপরা মাথার কিছু উশৃংখল বাহিনীরা বলেও অভিযোগ উঠছে।এরপর পুলিশ আসলে আক্রমণকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এর আগেই চেয়ারম্যান কিষান দেববর্মা কে না পেয়ে তিপরা মথার কিছু উশৃঙ্খল বাহিনীরা দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে রুস্তম দেববর্মা কে।শেষে প্রাণ বাঁচাতে রুস্তম দেববর্মা তখন সময় সেখান থেকে পালিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। শেষে ঘটনার খবর পেয়ে এলাকাবাসী অনেক সময় পড়ে তাকে উদ্ধার করে তুলা শিখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। আহত রুস্তম দেববর্মার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাথে সাথে ডাক্তার বাবুরা তুলা সিখর প্রাথমিক হাসপাতাল থেকে খোয়াই জেলা হাসপাতালে রেফার করে দেওয়া দেন। রুস্তম দেববর্মাকে দা দিয়ে কুপিয়েছে তার মাথার দুষ্কৃতিকারীরা বলে জানা যায় বর্তমানে সে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তোলাশীখর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সেখানে আধা সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছে বলে জানা যায় পুলিশের পক্ষ থেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য