কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনার উপর একদিনের এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো শনিবার ।আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় ।রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ।এছাড়াও উপস্থিত ছিলেন সচিব অভিশেক সিং রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা। কর্ম শালায় বক্তব্য রাখতে গিয়ে গ্রামীন স্বচ্ছতা রক্ষায় রাজ্য সরকারের গৃহীত উদ্যোগগুলি কথা তুলে ধরেন মুখ্য সচিব জে কে সিনহা। তিনি জানান, রাজ্যের গ্রামীণ স্বচ্ছতা রক্ষার উদ্যোগগুলিকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল। তিনি আরো জানান ,শহর এবং গ্রামীণ এলাকায় স্বচ্ছতা রক্ষায় গুরুত্বসহকারে কাজ করে চলছে রাজ্য সরকার। এর জন্য সংশ্লিষ্ট সকল আধিকারিকদের অভিনন্দন জানান মুখ্য সচিব জেকে সিনহা।